বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বারবার হামলা হয়েছে গতকাল মঙ্গলবার তার কারণ ব্যাখ্যা করলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি দাবি করেছেন ভোটে হেরে যাবে বুঝতে পেরেই তৃণমূল কংগ্রেস বারবার তাঁর গাড়িতে হামলা চালিয়েছে। ভোটে ওরা হেরে যাচ্ছে বুঝে গিয়েছে তাই কী আর করবে গাড়ির উপরে রাগ দেখিয়েছে।


গতকাল বর্ধমানের একাধিক জায়গায় হামলার মুখে পড়তে হয়েছিল বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে। সকাল থেকেই বর্ধমানের বিভিন্ন বুথে ঘুরছিলেন তিনি। সেখানে একাধিক বুথে বিজেপি কর্মীদের বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ আসতে শুরু করেছিল। সেই সব বুথেই ঘুরছিলেন তিনি।

দুপুরে মন্তেশ্বরে তাঁর গাড়ি ঢুকলেই চড়াও হয় তৃণমূল কংগ্রেস কর্মীরা। দিলীপ ঘোষের দেহরক্ষীর লাঠির আঘাতে এক তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ ওঠে। তৃণমূল কংগ্রেস কর্মীরা রীতিমতো তাঁর গাড়ি ঘেরাও করে চড়াও হয়। তাতেই তুমুল উত্তেজনা তৈরি হয় সেখানে। দিলীপ ঘোষের কনভয়ের গাড়ি ভাঙচুর করা হয়। সংবাদ মাধ্যমের গাড়তেও ভাঙচুর করা

মন্তেশ্বরের পোল্লা বাজারের ঘটনা পরিকল্পিত বলে অভিযোগ করেছিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি দাবি করেছিলেন বিজেপির এজেন্টকে বসতে দেওয়া হচ্ছিল না বুেথ। বিজেপি কর্মীরা ভোট দিতে যেতে পারছিলেন না জেনেই তিনি সেখানে গিয়েছিলেন। তৃণমূল কর্মীদের কোনও রকম আঘাত করা হয়নি। এই ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। রাজ্য পুলিশের সামনেই তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।
এদিকে বিকেলের দিকে আবার বর্ধমানের কালনাগেটে আক্রান্ত হন দিলীপ ঘোষ। তাঁর গাড়িতে ফের হামলা চালানো হয়। দিলীপ ঘোষের এসকর্ট গাড়িেত ভাঙচুর চালানো হয়। ইটের আঘাতে জখম হয়েছেন দিলীপ ঘোষের এসকর্ট গাড়িতে থাকা দুই জওয়ান। তাঁদের একজনের মাথা ফেটে গিয়েছে। তাঁদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করা হয়।

এই হামলার ঘটনার পরেই দিলীপ ঘোষ কমিশনের ভূমিকার উপরেও অসন্তোষ প্রকাশ করেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন কমিশন চুপ করে রয়েছে। পর পর এই হামলার ঘটনা পূর্ব পরিকল্পিত ছিল বলে অভিযোগ করেছেন। মঙ্গলবার সকালে দিলীপ ঘোষ অভিযোগ করেছেন হেরে যাবে বুঝেই এই হামলা চালিয়েছে তৃণমূল কংগ্রেস এমনই অভিযোগ করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *