বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়বে কংগ্রেস! তেমন ছাপ ফেলতে পারবে না। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Pm Modi)। বারাণসী লোকসভা কেন্দ্র থেকে ফের একবার প্রার্থী (BJP’s candidate from Varanasi) হয়েছেন তিনি।


আজ মঙ্গলবার সময় মেনে ১২ রাজ্যের মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন প্রধানমন্ত্রী (Prime Minister Narendra Modi)। সাজো সাজো রব দেবাদিদেব মহাদেবের শহরে।

গঙ্গাপুজো করে মনোনয়ন জমা দিলেন নরেন্দ্র মোদী। আর তার আগে এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে মোদী বলেন, ৪০০ টিরও বেশি আসনে জয়ের দিকে এগিয়ে যাচ্ছে বিজেপি। এমনকি কংগ্রেস ৪০ টিরও আসন পাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। এমনকি উত্তরপ্রদেশে কংগ্রেস একটা আসনও জয় পাবে না বলেও মন্তব্য করেছেন তিনি। উত্তরপ্রদেশকে টার্গেট করেই বিজেপি এগোচ্ছে বলেও এদিন মন্তব্য করেছেন বর্ষীয়ান এই বিজেপি নেতা।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই বাংলায় এসে কংগ্রেসের আসন সংখ্যা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাহুল গান্ধীকে ‘শাহাজাদা’ বলে কটাক্ষ করে তিনি বলেন, শাহাজাদা’র যা বয়স সেই আসনও পাবে না এবার কংগ্রেস। অর্থাৎ ১৯৭০ সালের ১৯ জুন জন্ম সোনিয়া পুত্রের। বর্তমানে ৫৩ বছর বয়স। অর্থাৎ মোদীর বক্তব্য অনুযায়ী, এবার কংগ্রেস ৫৩ টি আসনও পাবে না। কিন্তু এদিন আরও স্পষ্ট করে কংগ্রেসকে আসন সংখ্যা নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন প্রধানমন্ত্রী।

যদিও এই লোকসভা নির্বাচনেই বিজেপি মুখ থুবড়ে পড়বে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এবার দেশের ক্ষমতা থেকে বিদায় নেবে বিজেপি। এমনকি ২০০ টি আসনও বিজেপি পাবে না বলে মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, খুব বেশি হলে ১৯৫ টি আসনেই বিজেপির দৌড় থমকে যাবে। অন্যদিকে মোদী বিরোধী ‘ইন্ডিয়া’ জোট ৩০০ আসন পেরিয়ে গিয়েছে বলেও চাঞ্চল্য দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে এদিন মোদীর গড় বারাণসীতে বিশেষ পুজাঅর্চনা চলছে। আগামী দফার ভোটে বিজেপি যাতে ফল করতে পারে, তা জানিয়েই প্রার্থনা চলছে বলে জানিয়েছেন কাশী বিশ্বনাথ মন্দিরের এক পুরোহিওত। বলে রাখা প্রয়োজন, আগামী ১ লা জুন সপ্তম দফায় ভোট (Lok Sabha Election 2024) রয়েছে বারাণসী লোকসভায়। তার আগে মনোনয়ন জমা দেবেন নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *