বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ বারাণসীতে মনোনয়ন জমা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল থেকেই সাজো সাজো রব। সকালেই তিনি পৌঁছে গিয়েছেন অসিঘাটে। সেখানে পুজো শুরু করে দিয়েছেন তিনি। তারপর গঙ্গায় পুন্যস্নান সেরে কালভৈরব মন্দিরে পুজো দেবেন তিনি।


সেখান থেকে ১২ জন মন্ত্রীকে নিয়ে মনোনয়ন জমা দিতে যাবেন তিনি। মনোনয়ন জমা দিয়ে যাওয়ার আগেই বারাণসীর বাসিন্দাদের তিনি বলেছেন, গঙ্গা মা তাঁকে দত্তক নিয়েছেন। তিনি গঙ্গাপুত্র। গতবারও লোকসভা ভোটেও বারাণসী কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন তিনি। এবং বিপুল ভোটে জয়ীও হয়েছিলেন।

সকাল থেকেই সেজে উঠেছে বারাণসী। বারাণসীর দশাশ্বমেধ ঘাটের চারপাশে ভিড় করছেন মোদী অনুগামীরা। প্রধানমন্ত্রী মোদী যে পথ দিয়ে মনোনয়ন জমা দিতে যাবেন সেই রাস্তা সাজিয়ে তোলা হয়েছে। কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে। এনএসজি জওয়ানরা টহল দিচ্ছেন গোটা এলাকায়।

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ একাধিক মন্ত্রী যাবেন প্রধানমন্ত্রী মোদীর মনোনয়ন ঘিরে। গোটা বারাণসীতে আজ সাজোসাজো রব।
২০১৪ সাল থেকেই বারাণসী জিতিয়ে আসছে প্রধানমন্ত্রী মোদীকে। ২০১৪ সালে প্রথম গান্ধীনগর এবং বারাণসী দুটি জায়গা থেকে প্রার্থী হয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী এবং দুটি জায়গাতেই বিপুল ভোটে জয়ী হয়েছিলেন তিনি। বারাণসীর সঙ্গে তাঁর আত্মিক যোগ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী সেকারণে বারাণসীর মানুষ তাঁকে এই বিপুল জন সমর্থন দিয়েছেন। সেকারণে তিনি ধন্যবাদ জানিয়েছেন সকলকে।

সোমবারেই বারাণসীতে ৬ কিলোমিটার রোড শো করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বারবার বলেছেন কাশী তাঁর কাছে বিশেষ কারণ এখানকার মানুষ তাঁকে অনেক বেশি করে অপন করে নিয়েছেন। সেকারণে তৃতীয়বারের লোকসভা ভোটেও তিনি বারাণসী কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছে। এর আগে ২ বার বারাণসীর মানুষ তাঁকে প্রাণভরে ভালোবাসা দিয়েছে। তৃতীয় দফাতেও সেই ভালবাসা দেবেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *