বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রাত জাগলো সন্দেশখালি! একেবারে লাঠি-ঝাঁটা হাতে গ্রাম পাহারা দিলেন আন্দোলনকারী মহিলারা। প্রতিবাদী মুখ তথা স্থানীয় এক বিজেপি নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। এরপর থেকে নতুন করে উত্তেজনা সন্দেশখালিতে। সোমবার সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ দেখান মহিলারা। একেবারে টায়ার জ্বালিয়ে থানার সামনে চলে বিক্ষোভ কর্মসূচি।

যদিও সন্ধ্যা নামতে রনং দেহি মুডে কার্যত আক্রমনাত্বক হয়ে ওঠে পুলিশ। ব্যাপক লাঠিচার্জ করে আন্দোলনকারী মহিলাদের থানার সামনে থেকে তুলে দেওয়া হয়। শুধু তাই নয়, ঘটনার পরে বিশাল পুলিশ বাহিনী এবং র‍্যাফ গ্রামে ঢোকে। আর এই ঘটনা নতুন করে উত্তেজনা ছড়ায় সন্দেশখালিতে (Sandeshkhali) ।

এলাকার মানুষের অভিযোগ, গ্রামে ঢুকে পুলিশ আধিকারিকরা ভয় দেখাচ্ছেন। এমনকি গ্রেফতারের ভয় দেখাচ্ছে বলেও অভিযোগ। আর এরপরেই কার্যত ফের একবার আন্দোলনের পথে সন্দেশখালির (Sandeshkhali) মা-বোনেরা। রাতে পুলিশি অভিযান ঠেকাতে ‘রাত্রি জাগো’ কর্মসূচি নেন সেখানকার মহিলারা। একেবারে লাঠি-ঝাঁটা হাতে গ্রাম পাহারা দেন তাঁরা। প্রত্যেকদিন রাতেই এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন সেখানকার আন্দোলনকারীরা।

অন্যদিকে প্রতিবাদী মুখ গীতা বরকে না ছাড়লে আগামীদিনে আন্দোলন আরও তীব্র হবে বলেও হুঁশিয়ারি মহিলাদের। সেই মতো আজ মঙ্গলবারও নতুন করে সন্দেশখালিতে উত্তেজনা ছড়ানোর শঙ্কা। সেই মতো বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করতে চলেছে জেলা পুলিশ প্রশাসন।

লোকসভা নির্বাচনের আবহে এপিসেন্টার সন্দেশখালি (Sandeshkhali) । বিরোধীদের কাছে প্রধান অস্ত্র হয়ে উঠেছে। যদিও ভাইরাল হওয়া একের পর এক ভিডিও পোস্ট করে বিজেপিকে আক্রমণ শানাচ্ছে শাসকদল তৃণমূল। যদিও ভাইরাল হওয়া ভিডিও’র সত্যতা যাচাই করে দেখেনি ওয়ান ইন্ডিয়া বাংলা। আর এই ভিডিও ঘিরে শুরু হয়েছে নয়া বিতর্ক।

যদিও বিজেপির দাবি, ফেক ভিডিও সামনে এনে রাজনিতি করছে তৃণমূল। এমনকি এই বিষয়ে রবিবার সন্দেশখালির (Sandeshkhali) এক তৃণমূল নেতার বাড়িতে চড়াও হন মহিলারা। তাঁদের দাবি, রাজনীতি করতে ফেক ভিডিও তৈরি করা হচ্ছে। আর তা থেকেই নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে সেখানে। পালটা যদিও তৃণমূলের তরফে এলাকায় শান্তি মিছিল করা হচ্ছে। সব মিলিয়ে নতুন করে ফের একবার সংবাদ শিরোনামে সন্দেশখালি।

অন্যদিকে, পুরো বিষয়টির (Sandeshkhali) উপর নজর রাখছে নির্বাচন কমিশন। সোমবার পুরো ঘটনার রিপোর্টও কমিশন তলব করেছে বলে জানা গিয়েছে। যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *