বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ৪ জুন দেশে সরকার বদল নিশ্চিত হলে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে পরের দিনই তিনি মুক্তি পাবেন।

এবার একই কথা শোনা গেল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কথায়। তিনিও জানিয়ে দিলেন, ইন্ডিয়া জোটের সরকার এলে বিজেপি যাঁদের গ্রেফতার করেছে সেই সব নেতাদের মুক্তি দেওয়া হবে।

খাড়গে এদিন প্রচারে গিয়েছিলেন ঝাড়খণ্ডে। তিনি সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের উদাহরণ তুলে ধরেন। খাড়গের দাবি, ইন্ডিয়া জোটের সঙ্গে থাকাতেই সোরেনকে গ্রেফতার করা হয়েছে। নরেন্দ্র মোদী কেন আম্বানি, আদানিদের গ্রেফতার করছেন না, সেই প্রশ্নও তোলেন খাড়গে।

উল্লেখ্য, নরেন্দ্র মোদী সম্প্রতি আদানি-আম্বানিদের কাছ থেকে কংগ্রেসের বিপুল অঙ্কের টাকা নেওয়া নিয়ে সরব হয়েছিলেন। আদানি, আম্বানিদের বিরুদ্ধে রাহুল গান্ধীর মুখ বন্ধ রাখার শর্তেই কংগ্রেস প্রচুর টাকা এই শিল্পপতিদের কাছ থেকে নিয়েছিল বলে দাবি মোদীর। যা নিয়ে শোরগোল পড়ে যায়। এবার তারই পাল্টা দিলেন খাড়গে।

খাড়গে বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একনায়কতন্ত্রে বিশ্বাস করেন। আমরাই তাঁকে শিক্ষা দেব। মোদী আরএসএসের অস্ত্র। তিনি আরএসএসের ভাবধারা যেভাবে প্রচার করছেন আমরা তার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে অভিনেতা, শিল্পপতিরা আমন্ত্রিত হলেও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানানো হয়নি, এই প্রসঙ্গেও বিজেপিকে বেঁধেন খাড়গে।

লাতেহারের সভার পাশাপাশি খাড়গে হাজারিবাগেও নির্বাচনী প্রচারে গিয়েছিলেন। তিনি বলেন, দেশের সংবিধান, গণতন্ত্র বিপদের মুখে। মানুষ বিপদের মুখে। মৌলিক অধিকার হারালে মানুষ তো দাস হয়ে যাবে। যদি এবার মোদী প্রধানমন্ত্রী হয়ে ফেরেন, তাহলে দেশে আর নির্বাচন হবে না। যদিও এরপরই তিনি দাবি করেন, মোদী এবার আর ক্ষমতায় ফিরছেন না। তিনি আরও বলেন, নির্বাচনী বন্ডের মাধ্যমে বিজেপিকে টাকা যাঁরা দিয়েছেন, তাঁরা বড় বড় চুক্তিতে লাভবানও হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *