বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: প্রথম ৩ দফা ভোটে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও তেমন বড়ো ঘটনা ঘটেনি। সোমবার সকালে শুরু হয়েছে চতুর্থ দফা ভোট। সকাল ৭টা থেকে ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এই দফায় মহুয়া মৈত্র, ইউসুফ পাঠান, দিলীপ ঘোষের মতো প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হতে চলেছে। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বহরমপুর এবং আসানসোলে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই দফায় উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র, বিজেপি প্রার্থী তথা কৃষ্ণনগরের রাজ পরিবারের সদস্য অমৃতা রায়, বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, বহরমপুরের কংগ্রেস প্রার্থী তথা লোকসভায় কংগ্রেসের বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরী, ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা ইউসুফ পাঠান, বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়, আসানসোলের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিন্‌হা প্রমুখ। এঁদের ভাগ্য নির্ধারণের ভোট সোমবার। এখনও পর্যন্ত বাংলার তিন দফার ১০টি আসনের ভোটগ্রহণ মোটের উপর শান্তিপূর্ণ হয়েছে। দু’একটি জায়গায় বিক্ষিপ্ত ভাবে অশান্তি হলেও সার্বিক ভোটগ্রহণে তা ব্যাঘাত ঘটায়নি। নির্বাচন কমিশনও পশ্চিমবঙ্গের ভোট নিয়ে মোটের উপর সন্তুষ্ট। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোটগ্রহণ চলছে সর্বত্র। মানুষের মধ্যে সকাল থেকেই ভোট নিয়ে উন্মাদনা। বুথে বুথে লাইন বাড়ছে।

ইতিমধ্যে শুরু হয়ে গেছে অভিযোগ ও পাল্টা অভিযোগ। যদিও বেশিরভাগ অভিযোগই শাসক দলের বিরুদ্ধে। খয়রাশোলের কাঁকরতলা থানার বড়রা গ্রাম পঞ্চায়েত এলাকায় অশান্তি। বেশ কয়েকটি বুথে বিজেপির এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আবার কোথাও এজেন্টের সই না মেলায় তাঁকে বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে। যার ফলে ঘটনাস্থলে রয়েছে উত্তেজনা।
আসানসোলের রানিগঞ্জে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নতুন এগারা এলাকায় উত্তেজনা। বিজেপির নেতৃত্বের অভিযোগ, তাঁদের দলীয় পতাকা তৃণমূলের লোকজন খুলে ফেলেন। প্রতিবাদ করলে হামলা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বীরভূমের তৃণমূল জেলা সভাধিপতি কাজল শেখ সোমবার সকালে পাপুরি প্রাথমিক বিদ্যালয়ের ২৩৬ নম্বর বুথে ভোট দেন। বেরিয়ে কেতুগ্রাম প্রসঙ্গে তিনি বলেন, ‘‘সিপিএমের হার্মাদবাহিনী এখন বিজেপির ছত্রছায়ায় এসে খুন, রাহাজানি করছে। তবে সাধারণ মানুষের কাছে আমি আবেদন করব যাতে তারা তাদের মতামত ভোটবাক্সে দেন।” তবে মোটের উপর সুষ্ঠু ভাবেই ভোট শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *