বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ভোটের দিনেও মেজাজে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সকাল থেকেই একাধিক জায়গায় বিজেপি এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ আসছে। এবার তাঁেদর সতর্ক করে দিলীপ ঘোষ হুঙ্কার দিয়েছেন। তিনি বলেছেন, আজ গণ্ডগোল করতে এসে পারমানেন্টলি ঘরে ঢুকিয়ে দেব।


তিনি সকাল থেকেই বর্ধমান শহরের একাধিক জায়গায় বুথে বুথে ঘুরছেন। যেসব জায়গায় বিজেপি এজেন্টদের আটকে দেওয়া হচ্ছে সেখানে সেখানে ছুটে যাচ্ছেন তিনি। ইতিমধ্যেই বর্ধমান শহরের একটি বুথে গিয়েছিলেন তিনি। সেখানে সেকেন্ড পোলিং অফিসারের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছিল। দিলীপ ঘোষ সেখানে পৌঁছতেই তাঁকে দেখে জয়বাংলা স্লোগান দেওয়া হয়।

যদিও এই স্লোগানে কর্নপাত করেননি তিনি। তৃণমূল কংগ্রেস কর্মীরা দাবি করেছেন বুথে বুথে দিলীপ ঘোষ ঘুরছেন। তাঁর সঙ্গে সংবাদ মাধ্যম থাকছে। ফলে ভোটারদের ভোট দিতে সমস্যা হচ্ছে। জয় বাংলা স্লোগান দিলে নাকি যানজট চলে যাচ্ছে। দিলীপ ঘোষ সকাল থেকে সক্রিয়ভাবে বর্ধমান শহরের একাধিক জায়গায় ঘুরছেন।

সকাল থেকেই বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ একাধিক কেন্দ্রে ঘুরছেন। একাধিক বুথে বিজেপি এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি। তৃণমূল কংগ্রেসের বিধায়ক খোকন দাস এবং তাঁর অনুগামীরা নাকি হুমকি দিয়ে যাচ্ছেন বিকেল ৫টার পর দেখে নেবেন। অভিযোগ পেয়েই সেখানে ছুটে গিয়েছিলেন দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেছেন খোকন দাস ছিঁচকে মস্তান। কাউন্সিলরের মতো আচরণ করে। ৫টার পর কী হবে তিনি দেখে নেবেন বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন।

বিজেপি প্রার্থী হওয়ার পর থেকেই একের পর এক বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছে দিলীপ ঘোষকে। ভোটের কয়েকদিন আগেই তিনি পুলিশকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, পুলিশ বেশি প্রভুভক্তি দেখালে একটি মারও মাটিতে পড়বে না। এমনকী বর্ধমান থানার আইসিকে রীতিমতো হুমকি দিয়ে বলেছেন রাস্তায় টেনে বের করে মারা হবে। রাস্তায় টেনে এনে প্যান্ট খুলে বেধড়ক মারধর করা হবে বলে হুঙ্কার দিয়েছিলেন তিনি।

পুলিশকে পেটানোর হুঁশিয়ারি দিয়েছিলেন। এমনকী পুলিশ বেশি বাড়াবাড়ি করলে থানা জ্যাম করার হুঁশিয়ারিও দিয়েছিলেন দিলীপ ঘোষ। এই প্রথম বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন তিনি। এর আগে মেদিনীপুর কেন্দ্রের সংসদ ছিলেন দিলীপ ঘোষ। সেকারণে এই কেন্দ্র থেকে প্রার্থী হতে প্রথমে রাজি হচ্ছিলেন না দিলীপ। অনেক আলোচনার পরে রাজি হন তিনি।

এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করেছে প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে। কিন্তু প্রথম থেকেই কীর্তি আজাদকে তেমন প্রতিপক্ষ হিসেবে মানতে নারাজ। তিনি বারবারই দাবি করেছেন কীর্তি আজাদকে তেমন ভাবে প্রতিপক্ষ হিসেবে মানতে নারাজ। তিনি প্রথম থেকেই বলেছেন ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। ভোটের পিচেও তিনি রান আউট হবেন বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *