বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: চতুর্থ দফার ভোটে হাইভোল্টেজ কেন্দ্র কৃষ্ণনগর। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্র। সকাল সকাল বুথে গিয়ে ভোট দিয়েছেন তিনি। ভোট দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন কোনও রাজমাতাকে তিনি চেনেন না।
মহুয়া মৈত্র এদিন বলেছেন কোনও রাজাকে আমি দেখিনি। তাই রাজমাতা কে চিনি না। অর্থাৎ এককথায় বিজেপি প্রার্থীকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন তিনি। অন্যদিকে সকাল থেকেই বুথের হাল হকিত নিয়ে ময়দানে রয়েছেন রাজমাতা অমৃতা সিনহা। তিনি দাবি করেছেন শান্তিপূর্ণ ভোটদান হচ্ছে। কোথাও কোনও চাপ তিনি অনুভব করছেন না।
কৃষ্ণনগর কেন্দ্রে এখনও পর্যন্ত তেমন কোনও অশান্তির খবর পাওয়া যায়নি। সকাল সকাল নিজের কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র। ভোট দিয়ে তেমন কোনও মন্তব্য করতে শোনা যায়নি তাঁকে। তবে প্রতিপক্ষ অমৃতা সিনহাকে গুরুত্ব দিতে নারাজ। তিনি দাবি করেছেন রাজমাতা বলে কাউকে তিনি চেনন না। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে কৃষ্ণনগর রাজবাড়ির রানিমা অমৃতা সিনহাকে।
ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি তাঁকে ফোন করেছিলেন। সেই ফোনে মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন দুর্নীতি মামলার তদন্তে ইডি সিবিআই যে টাকা উদ্ধার করছে সেই টাকা বাংলার মানুষকে ফিরিয়ে দেবে বিজেপি। রাজমাতা অমৃতা সিনহাকে জয়ী করার আহ্বান জানিয়েছিলেন তিনি। গত লোকসভা নির্বাচনে বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছিলেন মুকুল রায়কে। কিন্তু তিনি জিততে পারেননি।