বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:চতুর্থ দফার ভোটের শুরু থেকেই একাধিক জায়গায় অশান্তির খবর আসতে শুরু করে দিয়েছে। বিশেষ করে অশান্তির খবর আসছে বহরমপুর থেকে। প্রদেশ কংগ্রেস সভাপতি এবং কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন বহরমপুরের একাধিক বুথে কংগ্রেসের এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না।
তিনি অভিযোগ করেছেন মুর্শিদাবাদের সালার, বড়ঞা বহরমপুর সহ একাধিক জায়গা থেকে কংগ্রেসের এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না। অধীর চৌধুরী জানিয়েছেন এই লড়াই মমতা-মোদীর বিরুদ্ধে লড়াই। এই লড়াই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই। কাজেই কোনও ভাবেই ভোট ব্যর্থ হতে দেওয়া হবে না।
ভোটের সকাল থেকে মুর্শিদাবাদের একাধিক জায়গা থেকে অশান্তিরক খবর আসতে শুরু করেছে। একাধিক বুথে কংগ্রেসের এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। ভোট শুরুর এক ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনে সর্বাধিক অভিযোগ জমা পড়েছে মুর্শিদাবাদে।
বহরমপুরের মির্জাপুরে বুথে জমায়েত ঘিরে গণ্ডগোলের খবর পাওয়া গিয়েছে। কেন্দ্রীয় বািহনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ভোট আবার শুরু হয়েছে বলে জানা গিয়েছে। মুর্শিদাবাদের একাধিক জায়গা থেকে অশান্তির খবর আসতে শুরু করেছে। একাধিক জায়গা থেকে অশান্তির খবর আসতে শুরু করেছে।
এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে ক্রিকেটার ইউসুফ পাঠানকে। সকাল সকাল ভোট দিয়েছেন তিনি। এবং বুথে বুখে ঘুরেছেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী দাবি করেছেন ভোট শান্তিপূর্ণ হচ্ছে। কোথাও কোনও অশান্তির খবর পাওয়া যায়নি। সকাল ৯টা পর্যন্ত মুর্শিদাবাদে ১৫ শতাংশ ভোট পড়েছে। তবে সবথেকে বেশি কমিশনের কাছে অভিযোগ জমা পড়েছে মুর্শিদাবাদ জেলা থেকে।
সকাল সকাল ভোট দিয়ে বুথে বুথে ঘুরছেন তৃণমূল কংগ্রেসপ্রার্থী। ইউসুফ পাঠানকে ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে। এদিকে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী অভিযোগ করেছেন বড়ঞা-সালারের মতো জায়গা থেকে কংগ্রেস এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ আসতে শুরু করে দিয়েছে। তবে এই ভোটে তাঁর প্রতিপক্ষ মমতা-মোদী বলে দাবি করেছেন অধীর চৌধুরী। ইউসুফ পাঠানকে গুরুত্ব দিতে নারাজ প্রদেশ কংগ্রেস সভাপতি।
এদিকে মুর্শিদাবাদের বেলডাঙায় অবৈধ জমায়েতের অভিযোগ আসতে শুরু করে। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। মির্জাপুরে অবৈধ জমায়েত হঠাতে লাঠিচার্জ করা হযেছে। বেলডাঙা, বড়ঞা, সালারে অধীর চৌধুরীর এজেন্টদের বসতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। সকাল থেকেই মুর্শিদাবাদের একাধিক জায়গা থেকে অশান্তির খবর আসতে শুরু করে দিয়েছে।