বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ভোটের সকালে উত্তেজনা দুর্গাপুরে। বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই এবং তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের বচসা দুর্গাপুরে। বিজেপি বিধায়ককে দেখে গো ব্যাক স্লোগান। দুর্গাপুরে ভিড়িঙ্গি এলাকায় একাধিক বুথে অশান্তির অভিযোগ উছেছে।

দুর্গাপুর ২৭৭ এসি ৮২ নম্বর বুথে বিজেপি পোলিং এজেন্ট রাহুল সাহানি’কে বুথে ঢুকতে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি ধস্তাধস্তি। ব্যপক উত্তেজনা ছড়ায়। দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোরুই’কে তৃণমূল নেতা কর্মীরা ধাক্কা দিয়ে এলাকা ছাড়া করে৷ তৃণমূলের অভিযোগ, বিজেপি বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোরুই বুথের সামনে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিস বাহিনী।

সকাল থেকেই বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের একাধিক জায়গা থেকে অশান্তির খবর আসতে শুরু করে দিয়েছে। বর্ধমান দক্ষিণে বিজেপির পোলিং এজেন্টকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একাধিক এলাকায় বিজেপির এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ আসতে শুরু করে দিয়েছে।

বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সকাল থেকেই তিনি বর্ধমান শহরের বিভিন্ন বুথে বুথে ঘুরে অশান্তির খবর করছেন।দুর্গাপুরের ২৭৭ নম্বর বুথে বিজেপির এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না অভিযোগ পেয়েই সেখানে ছুটে গিয়েছিলেন বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই। অভিযোগ বিজেপি বিধায়ককে সেখানে দেখে তেড়ে যান স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা এবং প্রাক্তন কাউন্সিলর। এই নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তাঁদের সঙ্গে থাকা দলীয় কর্মীদের মধ্যে রীতিমতো হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুর্গাপুরের একাধিক জায়গা থেকে অশান্তির খবর আসছে সকাল থেকে। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী করেছে দিলীপ ঘোষকে। সকাল থেকেই দিলীপ ঘোষ একাধিক জায়গায় ঘুরছেন। তিনি জানিয়েছেন নানা জায়গায় অশান্তির খবর আসতে শুরু করে দয়েছে। এই কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। বিজেপি প্রার্থী অবশ্য তাঁকে গুরুত্ব দিতে নারাজ। তিনি প্রথম থেকেই বলেছেন কোনও ভাবেই কীর্তি আজাদ জিততে পারবেন না। তিনি পিচ থেকে আউট হয়ে গিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *