বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক; ইডি, সিবিআই সন্দেশখালিতে ফেলুদার মতো তদন্ত করেনি। তারা তদন্ত করেছে জটায়ুর মতো। মনোনয়নপত্র পেশের দিন এমন মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালি ঘটনার জল অনেক দূর পর্যন্ত গড়াবে। এমন ইঙ্গিত করেছেন ডায়মন্ড হারবারের বিদায়ী সাংসদ।


সন্দেশখালিতে এজেন্সির তদন্ত সঠিক পথে হয়নি। সেই দাবি করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। আজ শুক্রবার তিনি বলেন, “সন্দেশিখালির তদন্ত যে সঠিক পথে হয়নি, এটা তো পরিষ্কার।” রাজনৈতিক স্বার্থে রাজনৈতিক দলের অঙ্গুলিহেলনে বাছাই করে তদন্ত হয়েছে। দাবি করেছেন অভিষেক।

অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেলুদা, জটায় প্রসঙ্গ উত্থাপন করেছেন। জটায়ু তদন্ত করলে একজনকে দোষী বানিয়ে তারপর ঘটনা তদন্ত করতেন। এদিকে পুরো ঘটনার তদন্ত করে গভীরে ঢুকে দোষীকে চিহ্নিত করতেন ফেলুদা। ইডি, সিবিআইয়ের তদন্ত জটায়ুর মতো তদন্ত হয়ে গিয়েছে। এমনই কটাক্ষ করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

সন্দেশখালি ইস্যু নিয়ে প্রতিদিন রাজনৈতিক মহলে কাঁটাছেড়া চলছে। সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানও মুখ খুলছেন। সন্দেশখালির সত্য ঘটনা সামনে আসবে। যে ভিডিও প্রকাশিত হয়েছে, তা সত্য। সেই কথা জানিয়েছেন তিনি।

সন্দেশখালি এলাকায় বিজেপি পরিকল্পনা করেছিল। তারই প্রকাশ পরবর্তীকালে দেখা গিয়েছে বিভিন্নভাবে। সন্দেশখালিতে গোটা বিষয়টি প্রস্তুত করা হয়েছিল। তৃণমূলের পক্ষ থেকে এই কথা দাবি করা হচ্ছে। বিজেপি এখন ধরা পড়ে গিয়েছে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার বিরুদ্ধেও এবার সরব হয়েছেন তৃণমূল নেতৃত্ব। তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর কথা শোনা গিয়েছে।

রাজ্য সরকার সন্দেশখালি ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। এমন কথাও শোনা যাচ্ছে। এবারের লোকসভা ভোটে সন্দেশখালি ঘটনা যথেষ্ট প্রভাব ফেলেছে। ভিডিও প্রকাশ হওয়ার পর শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *