বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আসানসোলের দায়ভার নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত দশ বছর ধরে ডায়মন্ড হারবারের সাংসদ তিনি। দেশের মধ্যে এক নম্বর লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার। ঠিক তেমনভাবেই আসানসোলে উন্নয়নমূলক কাজ হবে। এই কথা জোর গলায় দাবি করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

তৃণমূল প্রার্থী এলাকার বিদায়ী সাংসদ শত্রুঘ্ন সিনহার সমর্থনে রোড শো করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসানসোলের রোড শোতে বিপুল জনসমাগম হয় শুক্রবার। এবারে জয়ের ব্যবধান আরও বাড়াতে হবে। এই আবেদন করলেন অভিষেক।

বিজেপি এসএস অহলুওয়ালিয়াকে প্রার্থী করেছেন। তাঁর বিরুদ্ধে কটাক্ষ করেছেন অভিষেক। তিনি ঠিক কী কী কাজ করেছেন আগের লোকসভা কেন্দ্রগুলিতে? কতদিন তাঁকে দেখা গিয়েছিল? সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা।

দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে প্রথমে জিতে সাংসদ হয়েছিলেন এসএস অহলুওয়ালিয়া। এরপর বর্ধমান – দুর্গাপুর লোকসভা আসনে তাঁকে প্রার্থী করা হয়েছিল। মাত্র আড়াই হাজার ভোটে তিনি জিতে এসেছিলেন। এবার বিজেপি তাঁকে প্রার্থী করেছে আসানসোল লোকসভা কেন্দ্রে।
গত দুই লোকসভা কেন্দ্রে বিজেপি সাংসদ কতটা উন্নয়ন করেছেন? কতটা মানুষের পাশে থেকেছেন? কতটা এলাকায় তাঁকে দেখা গিয়েছে? সেই প্রশ্ন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদি এলাকার উন্নয়ন করেই থাকেন। তাহলে প্রতিবার নতুন জায়গায় প্রার্থী করা হয় কেন? প্রশ্ন তুলেছেন তিনি।

আসানসোল সীমান্ত এলাকা। দার্জিলিং থেকে এই বিজেপি প্রার্থী রাজনৈতিক কেরিয়ার শুরু করেছিলেন। আসানসোলে ভোটে হারিয়ে বিদায় জানানো হবে। দাবি করলেন অভিষেক। তিন মাস ধরে রাস্তায় রয়েছেন তিনি।। মানুষের চোখ, মুখের ভাষা পড়তে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার লোকসভা ভোটে বিজেপি হারছে। ইন্ডিয়া জোট দিল্লিতে ক্ষমতায় আসছে। জোর গলায় দাবি করেন তিনি।

আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পলকে নাম না করে কটাক্ষ করেছেন তিনি৷ অগ্নিমিত্রাকে “শুভেন্দুর লেজুড়” বলে খোঁচা দিলেন তিনি। মেদিনীপুরে নির্বাচনে লড়ছেন। সেখানে হারবেন। তারপর আসানসোলেও তাঁকে হারিয়ে দিতে হবে। এই কথা বলেছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *