বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক; কেষ্টর গড়ে বিজেপি প্রার্থীর সভা থেকে সন্দেশখালি ইস্যুতে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বিজেপি কর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যে মামলা দেওয়া নিয়ে সরব হয়েছেন তিনি।বিজেপি ক্ষমতায় এসে যেসব বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে তাঁদের ৫ হাজার টাকা করে সংগ্রামী ভাতা দেওয়া হবে বলে ঘোষণা করেছেন তিনি।
আগামী ২০ মে বীরভূমে ভোট। তার আজে শেষ দলীয় প্রচারে সেখানে চলছে। সব রাজনৈতিক দলই প্রচারে পারদ চড়িয়েছে। শুক্রবার সেখানে প্রচারে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিউড়িতে সভা করেন তিনি। গোটা বীরভূমই একটা সময়ে অনুব্রত মণ্ডলের গড় বলেই পরিচিত ছিল। এখনও সে নাম মুছে যায় নি। তবে িতনি জেলে রয়েছেন।
এদিন সিউড়ির সভা থেকে ফের সন্দেশখালি নিয়ে হুঁশিয়ারি শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীর কণ্ঠে। তিনি অভিযোগ করেছেন বিজেপি নেতা কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। বিজেপি ক্ষমতায় এলে তাঁদের ৫ হাজার টাকা করে সংগ্রামী ভাতা দেবে। সেই সঙ্গে তিনি রীতিমতো হুঙ্কার দিয়ে বলেছেন যে পুলিশ অফিসাররা মিথ্যে মামলা দিয়েছেন তাঁদের বেছে বেছে ক্লোজ করা হবে।
অনুব্রত মণ্ডলের নামও শোনা গিয়েছে এদিন শুভেন্দু অধিকারীর মুখে। তিনি সরাসরি নাম করেই বলেছেন অনুব্রত মণ্লকেও সাবধান করেছিলেন তিনি। কিন্তু কেষ্ট শোনেননি। এখন জেলে গড়াগড়ি খাচ্ছেন। ঠিক সেরকমই তাসের ঘরে বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বেশিদিন দেরি নেই যখন সেই তাসের ঘর ভেঙে পড়বে। এই নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। একের পর এক তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি।
গত কয়েকদিন ধরেই সন্দেশখালি ইস্যুতে তোলপাড় চলছে রাজ্য রাজনীতি। একের পর অক ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে বিজেপি নেতা গঙ্গাধর কয়াল দাবি করেছেন সন্দেশখালির ঘটনা পুরোটাই পরিকল্পিত কোনও ধর্ষণের ঘটনা ঘটেনি। ২০০০ টাকার বিনিময়ে রেখা পাত্র ধর্ষণের মামলা দায়ের করেছিলেন।
তার কয়েকদিন পরেই আবার সন্দেশখালির দুই মহিলা দাবি করেন তাঁদের দিয়ে জোর করে সাদা কাগজে সই করানো হয়েছিল। তাতে ধর্ষণের অভিযোগ করে থানায় জমা দেওয়া হয়। তাঁরা কোনও কিছু জানতেনই না। সেই অভিযোগ তারা প্রত্যাহার করতে চান। এমনকী বিজেপি কর্মী মাম্পি পাল নাকি তাঁদের বাড়িতে এসে ভয় দেখিয়ে যাচ্ছেন। যদিও বিজেপি নেতা গঙ্গাধর কয়াল ইতিমধ্যেই সিবিআইয়ের কাছে অভিযোগ করেছেন এবং হাইকোর্টেও মামলা করেছেন। তাঁর গলার ভুয়ো ভিডিও করে ভাইরাল করেছে তৃণমূল কংগ্রেস।