বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মানিকতলা উপ নির্বাচনের জট কি তবে কাটতে চলেছে? বিজেপি নেতা কল্যাণ চৌবে মামলা করে রেখেছিলেন৷ সেই মামলা তুলে নেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কল্যাণ চৌবেকে এর আগে সুপ্রিম কোর্টেও ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল৷

কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলার শুনানি ছিল। আজ বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্ত কল্যাণ চৌবেকে মামলা প্রত্যাহারের নির্দেশ দিলেন।

এর আগে চলতি মাসের ৬ তারিখ এই মামলার শুনানি ছিল। সেদিন কল্যাণ চৌবের তরফে আইনজীবী জানিয়েছিলেন, তাঁর মক্কেল ইলেকশন তুলে নিতে চান। সেই আর্জির বিবেচনা আগামী ৯ মে হবে। এই কথা জানিয়েছিলেন বিচারপতি। আজ মামলার শুনানি হয়। এদিন কল্যাণের আবেদনেই সম্মতি দিলেন বিচারপতি৷

কল্যাণ চৌবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই মামলা করেছিলেন। এত দিন পর সেই মামলা তুলে নেওয়া হচ্ছে। এতদিন মামলা চলার পর তা প্রত্যাহারের আবেদনের জন্য কোনও ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়নি।

মামলা প্রত্যাহার হয়ে গেলে কি মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে পারে? সেই বিষয়টি আরও জোরালো হচ্ছে। গত বিধানসভা নির্বাচনে মধ্য কলকাতার মানিকতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী ছিলেন কল্যাণ চৌবে। তিনি তৃণমূলের দীর্ঘ দিনের বিধায়ক সাধন পাণ্ডের কাছে হেরে যান। তারপরেই নির্বাচন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কল্যাণ চৌবে৷

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে সাধন পাণ্ডে মারা যান। কিন্তু মামলা দায়ের রয়েছে বলে উপনির্বাচন করা যাচ্ছিল না। সাধারণত, বিধায়ক মারা গেলে বা বিধায়ক পদ ছেড়ে দিলে আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন করতে হয়। কিন্তু দুই বছর পেরিয়ে গেলেও মানিকতলা কেন্দ্রে উপনির্বাচন করা সম্ভব হয়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *