বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: তিন দফার ভোট শেষ। এবার এগিয়ে আসছে চতুর্থদফার ভোট। আগামী ১৩ মে রাজ্যে চতুর্থ দফার ভোট। বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বীরভূম, মুর্শিদাবাদ, বহরমপুর লোকসভা কেন্দ্রে হবে ভোট গ্রহণ। চতুর্থ দফায় একাধিক হেভিওয়েট প্রার্থী থাকছেন। সেই সঙ্গে বুথ নিয়েও একটু চিন্তায় রয়েছে কমিশন।

জানা গিয়েছে চতুর্থ দফার ভোটে ৩৬০০ বুথে বিশেষ নজর দিচ্ছে কমিশন। ৩৬০০ বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। তারমধ্যে কেষ্টর গড় বীরভূম তো রয়েইছে। এছাড়াও অধীরের গড় বহরমপুরও রয়েছে। এই দুই জেলায় বিশেষ নজর দিচ্ছে নির্বাচন কমিশন।

আগামী ১৩ তারিখ চতুর্থ দফার ভোট ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বুথে বুথে কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। কোন জেলায় কত বাহিনী থাকবে তার িহসেব নিকেশ শুরু করে দিয়েছে কমিশন। ১৩ তারিখ রাজ্যের মোট ১৫,৫০৭িট বুথে ভোট গ্রহণ হবে। তার মধ্যে ৩৬৪৭টি বুথে বিশেষ নজর দিয়েছে কমিশন। এই বুথগুলিকে স্পর্শকাতর বুথের তালিকায় ফেলতে চলেছে তারা।

স্পর্শকাতর বুথের তালিকায় শীর্ষে রয়েছে কেষ্টর গড় বোলপুর। সেখানকারা ৬৫৯টি বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে বীরভূমের ৬৪০টি বুথ, বহরমপুরের ৫৫৮টি বুথ, বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে ৪২২টি বুথ, রানাঘাটের ৪১০টি বুথ, কৃষ্ণনগর কেন্দ্রের ৩৩৮টি বুথ, আসানসোলের ৩১৯টি বুথ, বর্ধমান পূর্ব কেন্দ্রের ৩০১টি বুথকে স্পর্শকাতর হিসেবে ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশন ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে ৫৭৯ কেন্দ্রীয় বাহিনী এই স্পর্শকাতর বুথগুলিতে মোতায়েন করা হবে। সেই সঙ্গে ৩০,০০০ রাজ্যপুলিশও মোতায়েন করা হবে। বর্ধমান পূর্ব কেন্দ্রে মোতায়েন করা হবে ১৫২ কোম্পানি। বীরভূমে ১৩১ কোম্পানি, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে ৮৮ কোম্পানি, কৃষ্ণনগর পুলিশ জেলায় ৮১ কোম্পানি, মুর্শিদাবা পুলিশ জেলায় ৭৩ কোম্পানি, রানাঘাট পুলিশ জেলায় ৫৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।

চতুর্থ দফার মাঝেই পঞ্চম দফার প্রস্তুতিও শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। পঞ্চম দফায় ১৩,৪৮১টি বুথের মধ্যে ৭,৭১১টি বুথকে স্পর্শ কাতর হিসেবে চিহ্নিত করে ফেলেছে কমিশন। পঞ্চম দফার ভোট ২০ মে। সেদিন বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ জেলায় ভোট রয়েছে। এই কেন্দ্রগুলিতে স্পর্থকাতর বুথের মধ্যে হুগলিতে সর্বাধিক। সেখানে ১৭৮৭টি স্পর্শকাতর বুথ রয়েছে। আরামবাগে ১৭৭০টি, শ্রীরমপুরে ১২৩৬টি, ব্যারাকপুরে ১০৫৯টি, উলুবেড়িয়ায় ৬৯৪টি, হাওড়ায় ৬০৫টি এবং বনগাঁয় ৫৫০টি স্পর্শ কাতর বুথ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *