বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আগামী ২৪ ঘন্টায় ফের রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাবভাস দিল আলিপুর হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়ের পূর্বাভাসও দেওয়া হয়েছে।

এমনকি কলকাতাতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। গত কয়েকদিন প্রবল গরমে পুড়ছিল বাংলার একাধিক জেলা।

প্রায় ৪৪ ডিগ্রির কাছে পৌঁছে যায় তাপমাত্রা। জারি ছিল তাপপ্রবাহের সতর্কতাও (Heat Wave)। যদিও গত কয়েকদিনের বৃষ্টিপাতে কিছুটা হলেও কমেছে তাপমাত্রা। এক নজরে দেখে নেওয়া যাক কেমন যাবে আজ বৃহস্পতিবারের আবহাওয়া (Weather Update) ? জেনে নিন।

এর মধ্যে আজ বৃহস্পতিবারও ঝড়-বৃষ্টির পূর্বাভাস (Weather Update) দেওয়া হয়েছে। কলকাতা সহ সমস্ত জেলাতেই মেঘলা আকাশ থাবে। তবে দু একটি জেলাতে আংশিক মেঘলা আকাশ থাকার কথাও বলা হয়েছে। বিকেল কিংবা সন্ধ্যার পর থেকে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

৩০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো (West Bengal Storm) হাওয়া বইতে পারে বলেও জানাচ্ছেন আবহাওয়াবিদরা। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলেও আলিপুর হাওয়া অফিসের তরফে জানানোও হয়েছে।

দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস (Weather Update) দেওয়া হয়েছে। আর সেই তিন জেলা হল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা। এই জেলায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাসও দেওয়া হয়েছে। সঙ্গে প্রবল বজ্রপাতের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সেই সময় নিরাপদে থাকার কথা বলা হয়েছে।

অন্যদিকে আজ বৃহস্পতিবারই শুধু নয়, আগামীকাল শুক্রবারও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আর সেই পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে বৃষ্টীর পরিমান কয়েকটি জেলায় বাড়তে পারে বলেও খবর।

উত্তর-পূর্ব অসমের ওপরে একটি এবং বাংলাদেশের ওপরে আরেকটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। একটি অক্ষরেথা উত্তর-পূর্ব রাজস্থান থেকে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর সেই কারণেই এই পরিস্থিতি বলে জানানো হয়েছে।

মেঘলা আকাশ এবং ঝড়-বৃষ্টির ফলে কিছুটা হলেও কমল (Weather Update) তাপমাত্রা। আজ, বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ০.৬ ডিগ্রি সেলসিয়াস নীচে। আগামী ২৪ ঘন্টায় এমন পরিস্থিতি বজায় থাকবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। এমনকি জেলাজুড়েও এমন অবস্থা থাকবে। তবে আগামী রবিবার থেকে ফের বাংলার আবহাওয়ায় বদল ঘটবে বলে পূর্বাভাসে জানাচ্ছেন আবহাওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *