বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: তৃতীয়দফার ভোটের শুরুতেই উত্তেজনা মুর্শিদাবাদের গোপীনাথপুরে। বুথের ভেতরে ভুয়ো এজেন্ট ধরলেন সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। সিপিএম এজেন্টের কাগজ কেড়ে নিয়ে অন্য এজেন্টকে বুথের ভেতর বসানো হয়েছিল বলে অভিযোগ।


এজেন্টকে না দেখতে পেয়ে অপরিচিত এজেন্টকে দেখে প্রশ্ন করেন প্রার্থী। তারপরেই উত্তেজনা ছড়ায়। বুথের ভেতর থেকে কলার ধরে ভুয়ো এজেন্টকে টেনে বের করেন মহম্মদ সেলিম। এই নিয়ে বুথের ভেতরে রীতিমতো তর্কাতর্কি শুরু হয়ে যায়। তারপরেই অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা হয় ভুয়ো এজেন্টকে।

সকাল থেকেই মুর্শিদাবাদের একাধিক বুথে সিপিএম এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ উঠেছে। সকাল থেকেই বুথে বুথে ঘুরছেন মহম্মদ সেলিম। একাধিক বুথে তিনি গিয়ে সিপিএম এজেন্টদের বসান তিনি। বেলা গড়াতেই গোপীনাথপুরে বুথে সিপিএম এজেন্টের কাগজ কেড়ে নিয়ে তৃণমূল কংগ্রেস এজেন্ট বসায় বলে অভিযোগ। খবর পেয়ে সিপিএম প্রার্থী সেখানে যান এবং গোপীনাথপুরের সেই বুথে গিয়ে ভুয়ো এজেন্ট ধরে তাঁকে কলার ধরে বুথ থেকে বের করেন।

মহম্মদ সেলিম অভিযোগ করেছেন গোপীনাথপুরে ভুয়ো এজেন্টকে ধরলেও পুলিশ তাঁকে গ্রেফতার করছে না। ভুয়ো এজেন্টকে বুথ থেকে বের করে দলের এজেন্টকে বসায়। এদিকে মহম্মদ সেলিমকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকে তৃণমূল কংগ্রেস কর্মীরা। তাঁকে গ্রামে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। মহম্মদ সেলিম অভিযোগ করেছেন গ্রামবাসীদের ভোট দিতে যেতে দেওয়া হচ্ছে না তাঁদের ভোটের স্লিপ কেড়ে নেওয়া হচ্ছে।

মহম্মদ সেলিম অভিযোগ করেছেন এলাকার দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা হিটলার এবং তাঁর দলবল গ্রামের মহিলাদের ভয় দেখাচ্ছে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বলে অভিযোগ করেছেন তিনি। পুলিশের সঙ্গে এই নিয়ে তুমুল বচসা তৈরি হয়। শেষে পরিস্থিতি সামাল দিতে এলাকায় টহল দিচ্ছে পুলিশ। মহম্মদ সেলিম অভিযোগ করেছেন লোচনপুরে সিপিএম এজেন্টদের মারধর করা হয় বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *