বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আজ রাজ্যের ৪কেন্দ্রে ভোট চলেছে। দুই মালদা, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর। ইতিমধ্যে বেশ কিছু অভযোগ এসে উপস্থিত হয়েছে। অধিকাংশ অভিযোগ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে।

মুর্শিদাবাদের ডোমকল দক্ষিণনগর মাঠপাড়া ১৪৫ নম্বর বুথে ভোটারদের ভোটদানে বাধা। অভিযোগ, শাসক দলের বিরুদ্ধে। খবর শুনেই পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছয়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। বিজেপি এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ। ইংরেজবাজারের ঝলঝলিয়া শিশু নিকেতন বিদ্যালয়ের ৯১ নম্বর বুথে ভয় দেখিয়ে বিজেপির এজেন্ট সন্ধ্যা রাইকে বের করে দেওয়ার অভিযোগ। প্রার্থী নিজে এসে এজেন্ট বসান। এ ছাড়াও বিভিন্ন এলাকা থেকে গন্ডগোলের খবর আসছে।

কয়েকদিন ধরে সিপিএম প্রার্থী মুর্শিদাবাদে মাটি কামড়ে পড়েছিলেন। মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম সকাল থেকেই ময়দানে। এদিন তিনি বলেন, “পোলিং এজেন্ট বসাতে গিয়ে তেতুলিয়া, ডোমকলের শহরের কয়েকটা জায়গায় সমস্যা তৈরি করেছে। রাস্তায় পথ আটকেছে। নাম নির্দিষ্ট করে আমরা পুলিশকে জানিয়েছি। স্থানীয় পুলিশ যা করে। বলেছে ঠিক আছে, আমরা দেখছি। আমরা কুইক রেসপন্স টিমকেও জানিয়েছি। ওরা গিয়েছে। আমি নিজেও যাব। শান্তিপূর্ণ ভোট করাতে হলে রাস্তাঘাটেও যাতে মস্তানবাহিনী না থাকে সেটা নিশ্চিত করতে হবে।” তিনি আরো বলেন, তৃণমূলের ভোট লুঠ এবার রুখতেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *