বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:এলাকায় কোন উন্নয়ন হয়নি। তাই ভোট না দিয়ে অনশনে বসলেন গ্রামের মহিলারা। হবিবপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের ১২২ নম্বর বুথে আজ মঙ্গলবার এমনই ছবি ধরা পড়ল। আর তা ঘিরে একেবারে সরগরম পিরিস্থিতি। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন কমিশনের (Election Commission of India) আধিকারিকরা।
গিয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। ভোটদানের আবেদন জানানো হলেও নিজেদের দাবিতে অনড় আন্দোলনরত গ্রামের মহিলারা। উন্নয়ন না হলে কাউকেই ভোট (Lok Sabha Election 2024) তাঁরা দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।
দেশের পাশাপাশি রাজ্যের চার লোকসভা আসনে (Lok Sabha Election 2024) নির্বাচন হচ্ছে। ভোট হচ্ছে মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ লোকসভা আসনে। ভোটদানের প্রক্রিয়া শুরু হওয়ার আগে থেকে একের পর এক জায়গায় অশান্তির খবর সামনে আসতে শুরু করে।
এমনকি সারা রাত বিভিন্ন জায়গায় বোমাবাজির অভিযোগ সামনে এসেছে। শুধু তাই নয়, গুলি চলেছে বলেও অভিযোগ বিরোধী দলগুলির। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির বদল হচ্ছে ক্রমশ। বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছে অশান্তির খবর।
এই অবস্থায় একেবারে অন্য ছবি ধরা পড়ল হবিবপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের ১২২ নম্বর বুথে। এলাকায় উন্নয়নের দাবিতে অনশনে গ্রামের মহিলারা। বুথের সামনেই অনশনে বসেছেন তাঁরা। যতক্ষণ ভোট চলবে ততক্ষণ তারা অনশন চালিয়ে যাবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। প্ল্যাকার্ড-ব্যানার হাতে নিয়ে চলছে এই বিক্ষোভ কর্মসূচি।
এলাকার মানুষের দাবি, রাস্তাঘাট একেবারে খারাপ। ব্রিজ নেই। কষ্ট করে চলতে হচ্ছে। প্রতিশ্রুতি পেলেও কোনও কাজ হয়নি। এই অবস্থায় এলাকার উন্নয়ন না হলে গ্রামের কেউ ভোট দেবেন না বলে দাবি অনশনবরত মহিলাদের।
যা রীতিমত অসবস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে আধিকারিকদের কাছে। মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের ১২২ নম্বর বুথে ১৩৮১ জন ভোটার আছে। তাঁরা কেউই এদিন ভোট দেবেন না বলে জানা গিয়েছে। যদিও ঘটনাস্থলে হবিবপুরের সেক্টর অফিসার (Election Commission of India) পৌঁছেছেন।
আন্দোলনরত ভোটারদের বুঝিয়ে ভোটদানের কথা বলা হচ্ছে। যদিও তা মানতে নারাজ। ঘটনাস্থলে যাচ্ছে রাজনৈতিক দলের প্রতিনিধি এবং প্রার্থীরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।