বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: দেশের মানুষকে গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ার আহ্বান জানালেন নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে আহমেদাবাদের নিশান হাইস্কুলে পায়ে হেঁটে ভোট দিতে যান তিনি। গোটা রাস্তায় প্রধানমন্ত্রীর সঙ্গী হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁদের দেখতে রাস্তার দু’পাশে উৎসাহী জনতা ভিড় করেন।

কখনও তাঁদের দিকে গিয়ে হাত মেলান প্রধানমন্ত্রী (Pm modi) তো কখনও অটোগ্রাফ দেন। এভাবেই গোটা রাস্তা জনসংযোগ সারেন প্রধানমন্ত্রী। এমনকি ভোটদান শেষেও অন্যান্য ভোটারদের সঙ্গে হাত মেলাতে দেখা যায় তাঁকে। এমনকি বাচ্চাদের সসঙ্গে দেখা যায় প্রধানমন্ত্রীকে।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নরেন্দ্র মোদী (PM Narendra Modi) বলেন, দেশের মানুষকে গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ার আবেদন করব। ভোটদান সামান্য বিষয় নয়। দানের একটা মাহাত্ম রয়েছে। তৃতীয় দফায় সবচেয়ে বেশি ভোট দেওয়ার আবেদন করেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, তিনি আরও বলেন, প্রত্যেকবার আমি এখানেই ভোট দিই। সোমবার রাতেই অন্ধ্রপ্রদেশ থেকে এখানে এসেছি।

সোমবার রাত থেকে কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয় ওই বুথ কেন্দ্র। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। অন্যদিকে আহমেদাবাদে ওই কেন্দ্রেই ভোট দেন পরে অমিত শাহও। বলে রাখা প্রয়োজন, তৃতীয় দফার নির্বাচন চলছে বাংলা সহ দেশের একাধিক লোকসভা আসনে।
মোট ১২ টি রাজ্যের ৯৪ টি আসনে এই ভোট হচ্ছে। এদিন একাধিক হেভিওয়েটের ভাগ্য নির্ধারণ হতে চলেছে। যার মধ্যে রয়েছেন অমিত শাহ। গুজরাতের গান্ধীনগর কেন্দ্র থেকে ভোটে লড়ছেন। এছাড়াও একাধিক হেভিওয়েট প্রার্থী রয়েছে শাসক-বিরোধী দুই শিবিরেই।

যেমন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনা লোকসভা আসন থেকে বিজেপির টিকিটে লড়ছেন। ওই কেন্দ্রে কংগ্রেস টিকিট দিয়েছে যাদবেন্দ্র রাও দেশরাজকে এবং বিএসপি টিকিট দিয়েছে ধনীরাম চৌধুরীকে। বিদিশা আসন থেকে লড়াই করছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান। তাঁর প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের প্রভাবশালী নেতা প্রতাপ ভানু শর্মা। ভোট দিতে যাওয়ার আগে বাড়িতে পুজোয় বসতে দেখা যায় চৌহানকে।

অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং মধ্যপ্রদেশের রাজগড় আসন থেকে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে বিজেপি রোদমাল নগরকে টিকিট দিয়েছে এবং বিএসপি রাজেন্দ্র সূর্যবংশীকে টিকিট দিয়েছে। পাশাপাশি তৃতীয় দফায় আজ ভাগ্য নির্ধারণ হচ্ছে শরদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *