বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:প্রকাশিত হয়ে গেল ICSE-ISC পরীক্ষার ফলাফল। মেয়েদের পাশের হার সর্বাধিক। রেকর্ড সংখ্যক মেয়ে দ্বাদশ শ্রেণিতে পাশের হার ৯৮.১৯ শতাংশ। গত ২১ ফেব্রুয়ারি শুরু হয়েছিল পরীক্ষা। শেষ হয় ৩ এপ্রিল। তার পরে আবার দুটি সাবজেক্টের প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় সেই পরীক্ষা হয় ৪ এপ্রিল। অর্থাৎ গোটা প্রায় একটা মাস ধরে হয়েছিল পরীক্ষা।
৬০টি বিষয়ে পরীক্ষা হয়েছিল দশম শ্রেণি (ICSE)-তে আর দ্বাদশ শ্রেণি (ISC) পরীক্ষা হয়েছিল ৪৭টি বিভাগে। ICSE-তে পরীক্ষা দিয়েছিল মোট ২,৩৪,৬১৭ জন পরীক্ষার্থী। তার মধ্যে ১৩০,৫০৬ জন ছাত্র এবং ১,১৩,১১১ জন ছাত্রী। আর ISC-তে পরীক্ষা দিয়েছিল ৯৯,৯০১ পরীক্ষার্থী। তার মধ্যে ৪৭,১৩৬ জন ছাত্রী এবং ৫২,৭৬৫ জন ছাত্র।
অনলাইনে জানা যাচ্ছে পরীক্ষার ফলাফল। cisce.org, results.cisce.org, results.digilocker.gov.in এই ওয়েবসাইট রোল নম্বর দিলেই ফলাফল জানা যাচ্ছে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফলাফল জানতে শুরু করেছেন পরীক্ষার্থীরা। ৯২৪৮০৮২৮৮৩ এই নম্বরে ইউনিক আইডি পাঠালেও SMS-র মাধ্যমে পরীক্ষার ফলাফল জানা যাচ্ছে। ১০ মে পর্যন্ত পুনর্মূল্যায়ণের আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা।