বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আজ সুপ্রিমকোর্টে ২৬ হাজারের বেশি চাকরিহারার ভবিষ্যৎ নির্ধারণ হতে চলেছে। ২০১৬ সালের SSC নিয়োগের প্যানেল বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার এবং পর্ষদ। আজ আদালতে নিয়োগের পরিসংখ্যান পেশ করতে চলেছে পর্ষদ।

এক নির্দেশেই ২৬ হাজারের বেশি শিক্ষক চাকরিহারা হয়েছেন। দুর্নীতির প্যাঁচে অসহায় পরিস্থিতি যোগ্যদের। নিয়ম মেনে পরীক্ষা দিয়ে শিক্ষকতা করছিলেন তাঁরা। কোনও দুর্নীতিতে যাঁরা যুক্ত ছিলেন না। যোগ্য হয়েও চাকরিহারা হতে হয়েছে তাঁদের। কে দায়ী তার জন্য তা নিয়ে দোটানায় গোটা রাজ্য।

ভোটের আবহে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। ভোটের ময়দানে রাজনৈতিক দলগুলির হাতিয়ার হয়ে উঠেছে এই চাকরিবাতিলের সিদ্ধান্ত। কিন্তু যাঁরা সৎ পথে চাকরি পেয়েছিলেন তাঁরা কি করবেন। তাঁরা এই রাজনীতির জাতাকলে পিষতে বাধ্য হচ্ছেন। প্রতিবাদে তাই রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারারা।

২৬ হাজারের বেশি শিক্ষকের চাকরি গেলে সরকারি স্কুলগুলি চলবে কীকরে এই নিয়ে সরব হয়েছে রাজ্য সরকার। হাইকোর্টের এই নির্দেশ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার এবং পর্ষদ। গত শুনানিতে সুপ্রিম কোর্টে পর্ষদ যোগ্য অযোগ্যদের তালিকা দিতে রাজি হয়েছিল। পরে জানা যায় কারা যোগ্য কারা অযোগ্য সেই তালিকা তারা পেশ করতে না পারলেও পরিসংখ্যান দেবে।

সেই পরিসংখ্যান তত্বের বিচারে যোগ্য অযোগ্য নাকি বাছাই হয়ে যাবে। এদিকে ২৬ হাজার চাকরিহারা আজকের সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে রয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে প্রচারে এসে দাবি করেছিলেন যোগ্য চাকরিহারাদের পাশে থাকবে বিজেপি। এবং তাঁদের আইনি সহায়তা করার জন্য জেলায় জেলায় আইনি সেল খুলবে বঙ্গ বিজেপি। রাজ্যবিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে তার দায়িত্ব দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিকে চাকরিহারারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। নতুন করে আন্দোলন শুরু করেছেন তাঁরা। এতোদিন যাঁরা নিয়োগে দুর্নীতির অভিযোগ করে চাকরি পাওয়ার দাবিতে সরব হয়েছিলেন এখন চাকরিহারা অসংখ্য যোগ্য প্রার্থী সরব হয়েছেন চাকরি ফিরে পাওয়ার দাবিতে। তুমুল আন্দোলন চলছে রাজ্যে। একদিকে রাজ্য সরকার প্রতিবাদে সরব হয়েছে অন্যদিকে চাকরিহারারা আন্দোলন শুরু করেছে। কয়েকদিন আগে করুনাময়ীতে এসএসসির দফতরের সামনে বিক্ষোভ দেখিয়েছেন চাকরিহারারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *