বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: চলতি আইপিএলে ম্যাচ খেলতে নামলেই নজির গড়ছেন সুনীল নারিন। ব্যাট-বল হাতে দুরন্ত পারফরম্যান্স করে দলকেই শুধু জেতাচ্ছেন না একইসঙ্গে নিজেও রেকর্ড গড়ছেন। রবিবার লখনউয়ের বিরুদ্ধে ম্যাচে জিতে কেকেআর যেমন লিগ টেবলের শীর্ষে গেল তেমনই রেকর্ড গড়লেন নারিনও।

 

লখনউয়ের বিরুদ্ধে ম্যাচে সুনীল নারিন ৬টি চার ও সাতটি ছয়ের সাহায্যে ৩৯ বলে ৮১ রান করেন। সুনীল নারিন এবারের আইপিএলে ১১ ম্যাচে ১১ ইনিংসে ৪৬১ রান করেছেন। গড় ৪১.৯০, স্ট্রাইক রেট ১৮৩.৬৬।চলতি আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা মারার নজিরটিও নিজের দখলে নিলেন নারিন। এখনও অবধি তাঁর ব্যাট থেকে এসেছে ৩২টি ছক্কা। নারিন এদিন টপকে গেলেন হেইনরিখ ক্লাসেনের ৩১টি ছয় মারার নজিরকে।

এখানেই শেষ নয় আইপিএলের এক মরশুমে ৪৫০-র বেশি রান ও ১০-র বেশি উইকেটের তালিকাতেও ঢুকে পড়লেন নারিন। এতদিন এই রেকর্ড ছিল মাত্র তিনজনের দখলে। জ্যাক ক্যালিস, শেন ওয়াটসন ও আন্দ্রে রাসেলদের পাশে থাকবে নারিনের নামও। আইপিএলে ১৫০০ রান এবং ১৫০ উইকেট নেওয়ার তালিকায় এতদিন ছিলেন দুই জন রবীন্দ্র জাদেজা এবং ডয়েন ব্রাভো। এবার সেই তালিকাতে জায়গা করে নিলেন নারিন। কেকেআর তারকা এখনও পর্যন্ত ব্যাট হাতে ১৫০৬ রান করেছেন এবং ১৭৬টি উইকেট নিয়েছেন। নারিন একমাত্র ক্রিকেটার যিনি একটি দলের হয়ে এই রেকর্ড গড়েছেন।
একটি ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে সর্বোচ্চ উইকেট নেওয়ার এদিন নজির গড়লেন নারিন। লখনউ দলের বিরুদ্ধে নাইটদের তারকা অলরাউন্ডার ১ উইকেট তুলে নেন। সেই সঙ্গে তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে মোট ১৯৫টি উইকেট নিয়ে স্পর্শ করেন মালিঙ্গাকে।র আগে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মালিঙ্গা ১৯৫টি উইকেট নেওয়ার নজির গড়েছিলেন। সেই কৃতিত্বে এদিন ভাগ বসালেন নারিন। কেকেআর-এর হয়ে মোট ১৫ বার ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন। সেই সঙ্গে আন্দ্রে রাসেলের নজির স্পর্শ করেছেন তিনি।

লখনউয়ের বিরুদ্ধে ম্যাচের সেরার পুরস্কার জিতে সুনীল বলছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শুরুটা ভালো হওয়া। সাপোর্ট স্টাফরা আমার উপর ভরসা রেখেছে। টুর্নামেন্টে এখনও অবধি সেই ভরসাটা দিতে পেরেছি। চেষ্টা করব টুর্নামেন্টের বাকি ম্যাচেও এই দায়িত্ব পালনের।বরুণ উইকেট তোলায় আমার কাজ সহজ হয়ে যায়। ও খুবই পরিশ্রমী। বাকিরাও সব সময় তৈরি থাকে। যে পরিস্থিতিই আসুক না কেন, ওরা আপ্রাণ চেষ্টা করে যায়।”

নাইটদের সাজঘরও সানিতে মজে। স্টার্ক থেকে ফিল সল্ট প্রত্যেকেই এক কথায় নারিনের এই ইনিংসকে ব্যাখা করেছেন। কেউ বলেছেন ক্লাসিক কেউ আবার বললেন ম্যাজিকাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *