বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সন্দেশখালির ঘটনা নিয়ে উত্তাল রাজনীতি! আর এর মধ্যেই সামনে এসেছে ভাইরাল একটি ভিডিও। যেখানে এক বিজেপি পুরো ঘটনাকে সাজানো বলে দাবি করছেন। এমনকি পুরোটাই শুভেন্দু অধিকারীকে মস্তিষ্ক প্রসূত বলেও দাবি করা হয়েছে ভাইরাল হওয়া ভিডিওতে।
যদিও আমরা প্রকাশ্যে আসা ভিডিও’র সত্যতা যাচাই করে দেখেনি। তবে ভোটের মুখে কার্যত ভিডিও (Sandeshkhali Viral Video) ঘিরে অস্বস্তি স্পষ্ট বঙ্গ বিজেপি শিবিরে।
যদিও এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর অবশ্য দাবি, তৃণমূলের গলা নাকি কার গলা… ভিডিও যাচাই করতে হবে। মিমিক্রি করা যায়। তা হয়েছে কিনা জেনে বলার কথা বলেন বিরোধী দলনেতা। এমনকি এই বিষয়ে একটি টুইটও করেছেন। সেখানে কার্যত নাম না করে অভিষেককে আক্রমণ শানিয়েছেন। বলছেন, সত্যিকে বিকৃত কিংবা ভুল বোঝানো যায়। কিন্তু মেয়াদ বেশিদিন হয় না।
কার্যত একই মত বিজেপি নেতা শঙ্কু দেব পান্ডার। নিউজ ১৮ ইংরেজিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিজেপি নেতার দাবি, তৃণমূল সন্দেশখালি এবং বাংলার মা-বোনেদের অপমান করছে। সন্দেশখালির মহিলাদের ক্ষোভ সামাল দিতে পারেনি। কার্যত লড়াইয়ের কোনও অস্ত্র না পেয়েই বিকৃত ভিডিও আপলোড করছে বলে দাবি বিজেপি মুখপাত্রের।
অন্যদিকে পুরোটাই ফেক বলে দাবি করেছেন সন্দেশখালির ঘটনায় অন্যতম প্রতিবাদী মুখ তথা বসিরহাট লোকসভার বিজেপি প্রার্থী রেখা পাত্র। তাঁর দাবি, পুরোটাই তৃণমূলের একটা চাল। সম্পূর্ণ ভিডিওটি ফেক। এমনকি গঙ্গাধর কয়েল (ভাইরাল ভিডিওতে যে বিজেপি নেতাকে দেখা গিয়েছে) এমন কথা বলতে পারেন না বলেও দাবি বিজেপি নেত্রীর। তাঁর কথায়, তিনি দলের লোক। ওনাকে ফাসানো হচ্ছে বলেও দাবি করেছেন রেখা।
যদিও এই বিষয়ে কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাইরাল হওয়া ভিডিও পোস্ট করে কড়া ভাষায় তোপ দেগেছন। তিনি লিখছেন, ভিডিও দেখে আমি শিহরিত এবং বাকরুদ্ধ। বিজেপি বাংলা বিরোধী। ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বাংলাকে কালিমালিপ্ত করা হয়েছে। আর তা ষড়যন্ত্র করা হয়েছে বলেও সোশ্যাল মিডিয়ায় উল্লেখ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের।
অন্যদিকে ভিডিও পোস্ট করে এই বিষয়ে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি লিখছেন, ” সন্দেশখালির এই স্টিং অপারেশন প্রমাণ করে যে, বিজেপি আসলে কতটা নোংরা এবং ঘৃণ্য একটি দল। বাংলার প্রগতিশীল ভাবধারা ও কৃষ্টি-সংস্কৃতির প্রতি আঘাত হানতে, বাংলা-বিরোধীরা আমাদের রাজ্যের সম্মানহানি করার জন্য ষড়যন্ত্র-চক্রান্ত করা হয়েছে বলেও উল্লেখ।