বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ‘আমার পোলিং এজেন্টের গায়ে হাত দিলে আমি ছেড়ে কথা বলব না। এবার কেউ আসলে হিসেব বরাবর করে নেব’। শনিবার নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে চরম হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর এই বক্তব্য নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে।

কল্যাণের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর তোরজোর শুরু করে দিয়েছে বিজেপি। এমনকী কল্যাণের প্রার্থী পদ বাতিলেরও আর্জি জানানো হবে জানিয়েছে স্থানীয় বিেজপি নেতৃত্ব। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন ডানকুনির সভা থেকে অভিযোগ করেছেন, গতবার তাঁর পোলিং এজেন্টের উপর হামলা চালানো হয়েছিল। ভোটের মাঝেই তাঁর পোলিং এজেন্টকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।

এবার সেরকমটা করলে তিনি চুপ করে বসে থাকবেন না বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন। তবে তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রকাশ্যে এই ধরনের হুমকি নির্বাচনী বিধিভঙ্গের সমান বলে অভিযোগ করেছে বিজেপি। তার মনোনয়ন বাতিলের জন্য কমিশনের কাছে আর্জি জানানো হবে বলে জানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।

যদিও বিতর্কিত মন্তব্য এই প্রথম করছেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগে নির্বাচনী প্রচারে বেরিয়ে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন দলেরই বিধায়ক কাঞ্চন মল্লিককে। কাঞ্চন তাঁর সঙ্গে প্রচারে গেলে নাকি মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন এমনই অভিযোগ করেছিলেন কল্যাণ। কল্যাণের এই আচরণ শোরগোল ফেলে দিয়েছিল রাজনৈতিক মহলে।

প্রসঙ্গত উল্লেখ্য কয়েকমাস আগে বিধায়ক কাঞ্চন মল্লিক তৃতীয়বার বিবাহ করেছেন। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পরকেই তিনি শ্রীময়ী চট্টোরাজকে বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী থাকাকালীনই শ্রীময়ীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন কাঞ্চন। তারপরেই বিচ্ছেদের মামলা দায়ের হয়। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি আইনত বিয়ে করেন তাঁরা। তারপরে সামাজিক বিয়ে হয় মার্চ মাসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *