বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: প্রচারে ফের চমক বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকারের। রবিবাসরীয় সকালে ‘আকাশ পথের যাত্রীরও সাঁতার জানা উচিৎ নিজেকে সুরক্ষিৎ রাখতে’ বার্তা দিয়ে বাঁকুড়া শহরের লোকপুরে নিজস্ব বাসভবন সংলগ্ন পুকুরের জলে নেমে পড়েন তিনি। সেখানেই দলের কয়েক জন কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে বেশ কিছুক্ষণ সাঁতার কাটেন তিনি।
বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার এদিন বলেন, নির্বাচন হলো গণতন্ত্রের উৎসব। এই উৎসবে প্রতিটি রাজনৈতিক দল নিজেদের কথা তো বলবেই, এর পাশাপাশি সমাজের জন্য কিছু বার্তা দেওয়া উচিৎ। বর্তমান সময়ে প্রত্যেক অভিভাবকের উচিৎ সন্তানকে সাঁতার শেখানো। নদীপারাপার থেকে আকাশ পথে যাতায়াত যেকোন সময় দূর্ঘটনা ঘটতেই পারে। আর সেকারণেই আপৎকালীন পরিস্থিতির কথা চিন্তা করে সাঁতার শিখে রাখা প্রত্যেকের উচিৎ বলে তিনি জানান।