বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা বিস্ফোরণের হুমকির জেরে বিশৃঙ্খলা। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, শুক্রবার তারা একটি ইমেল মান।

সেখানে বলা হয় কমপ্লেক্সের বিভিন্ন জায়গায় বোমা রাখা রয়েছে। ওই মেল পাওয়ার পরে বিমানবন্দরের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। যদিও সেখানে কিছুই পাওয়া যায়নি।

বিমানবন্দরের এক কর্তা জানিয়েছেন, দুপুর ১২.৫৫-এ বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে মেলটি আসে। মেলটি আসে সকাল ১১.৪০-এ। সেখানে বলা হয় রামেশ্বরং ক্যাফেতে যে বোমা রাখা হয়েছিল, তার থেকেও বড় বোমা রাখা রয়েছে। সেখানে আরও বলা হয়, শুধু কলকাতাতেই নয়, আরও চারটি বিমানবন্দরে বিস্ফোরক রাখা রয়েছে। যেগুলি দুপুর ১২.৫৫-এ বিস্ফোরণ হবে।

বিধাননগর পুলিশ কমিশনারেটের ডেপুটি পুলিশ কমিশনার ঐশ্বর্য সাগর বলেছেন, ইমেল পাওয়ার পরে নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা সংস্থাগুলি তল্লাশি অভিযান শুরু করে। ব্যাপক তল্লাশি অভিযানের পরে নিরাপত্তাকর্মীরা নিশ্চিত হন, এই হুমকি মেলটি ভুয়ো ছাড়া আর কিছু নয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সিআইএসএফ এবং বিধাননগর পুলিশ যৌথভাবে ইমেলের উৎস ও প্রেরককে খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে। তবে এখানে বলে রাখা প্রয়োজন, এই ধরনের হুমকি বিমানবন্দরে প্রথম নয়। দিন কয়েক আগে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পরমাণু বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল।

এখানে উল্লেখ করা প্রয়োজন রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ হয় গত ১ মার্চ। তারপর দেশের একাধিক নিরাপত্তা সংস্থা তদন্ত শুরু করে। এরপর দিঘা থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এব্যাপারে এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে দেশের তদন্তকারী সংস্থাগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *