বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: তাপপ্রবাহ থেকে আপাতত নিস্তার নেই বঙ্গবাসী। একথা কয়েকদিন ধরেই বলে আসছে আবহাওয়া দফতর। তারপর থেকে যুক্ত হয়েছে প্রতিদিনই তাপমাত্রা ঊর্ধমুখী হওয়ার পূর্বাভাস। আবহাওয়া দফতর সতর্ক করে বলেছে শুক্রবার রাজ্যের পাঁচ জেলাকে বাদ দিয়ে বাকি সব জেলায় তীব্র তাপপ্রবাহ চলতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে এদিন, দার্জিলিং ও কালিম্পং একমাত্রা তাপপ্রবাহ কিংবা অস্বস্তির আবহাওয়ার তালিকার বাইরে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া বাকি সব জেলায় তীব্র তাপপ্রবাহের কারণে কোথাও লাল সতর্কতা আবার কোথাও কমলা সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতরের তরফে লাল সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর এবং মালদহ জেলায়। আর দক্ষিণবঙ্গের জন্য পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলার কোথাও কোথাও। এছাড়া বাকি জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার উত্তরবঙ্গের শহরগুলির মধ্যে তাপপ্রবাহ ছিল মালদহ ও বালুরঘাটে, সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে ৪১ ও ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া কোচবিহারে ছিল ৩৭.১, জলপাইগুড়িতে ৩৬.৩, আলিপুরদুয়ারে ৩৫ ও বাগডোগরায় ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতায় বৃহস্পতিবার তাপপ্রবাহ চলার পরে শুক্রবারেও তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা এদিন আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এছাড়া বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের যেসব শহরে তাপপ্রবাহ ছিল, সেগুলি হল মেদিনীপুর ৪২, কৃষ্ণনগর ৪১.৮, সল্টলেক ৪১.৬, ক্যানিং ৪২, মগরা ৪০.৫, বর্ধমান ৪২, আসানসোল ৪১.৫ এবং ব্যারাকপুর ৪২.৫ ডিগ্রি সেলসিয়াস।

যেসব শহরে তীব তাপপ্রবাহ ছিল সেগুলি হল উলুবেড়িয়া ৪১, ডায়মন্ডহারবার ৪২.৩, হলদিয়া ৪১.৪, কলাইকুন্ডা ৪৪ এবং পানাগড় ৪৩.২। এছাড়া বাঁকুড়ায় ৪২.৬, শ্রীনিকেতন ৪০.৬, পুরুলিয়ায় ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। সাধারণভাবে .সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রির ওপরে হলে সেখানে তাপপ্রবাহে কথা ঘোষণা করে থাকে আবহাওয়া দফতর। শেষের তিনটি শহরের ক্ষেত্রে তা ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *