বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রাজ্যের তিন কেন্দ্রে চলছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। এরই মধ্যে দক্ষিণ দিনাজপুরের একাদিক জায়গা থেকে অশান্তির খবর আসতে শুরু করেছে। বালুরঘাটের গঙ্গারামপুরের একাধিক বুথে ভোট লুঠ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার।

সকাল থেকেই নিজের এলাকার ভোট নিয়ে খবরা খবর নিচ্ছিলেন বিজেপির রাজ্য সভাপতি। সকাল থেকেই তাঁর কাছে অভিযোগ আসতে শুরু করেছিল। দক্ষিণ দিনাজপুরের একাধিক জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটতে শুরু করেছে। বালুরঘাট পুরসভার কমিউনিটি হলের বুথে সকাল সকাল ভোট দিয়েছেন সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী।

ভোট দিতে গিতে সমস্যায় পড়েন সুকান্ত মজুমদার। বুথের ভেতরে ভোট দেখার পরে তিনি ভোটার তালিকায় তাঁর নাম পাওয়া যায়নি। তার পরে বেশ কিছুক্ষণ বাইরে অপেক্ষা করেন। এই নিয়ে বিরক্তি দেখা গিয়েছে সুকান্ত মজুমদারের চোখে মুখে। পরিবারের লোকেদের যেখানে নাম ছিল সেখানে সুকান্ত মজুমদারের নাম ছিল না। পরে অন্য জায়গায় সুকান্ত মজুমদারের নাম খুঁজে পানভোট কর্মীরা।

সকাল সকাল ভোট দানের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল সকাল নিজের কেন্দ্রে গিয়ে ভোট িদন। সকাল থেকেই রাজ্যের তিন কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে। দক্ষিণ দিনাজপুরের একাধিক জায়গায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে। গঙ্গারামপুরেও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ প্রকাশ্যে এসেছে।
কুশমণ্ডিতেও ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অন্যদিকে চোপড়ায় ভোটারদের ভোটদানের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে বলে অভিযোগ। জোর করে ভয় দেখিয়ে ভোটারদের ভোট দানের ছবি তুলতে বাধ্য করা হচ্ছে। তারপরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে। বালুরঘাটের হরিরামপুর থেকেও ভোট দানে বাধা দেওয়ার অভিযোগ আসতে শুরু করেছে।

তবে এখনও পর্যন্ত বড় কোনও অশান্তির খবর প্রকাশ্যে আসেনি। ইতিমধ্যে কমিশনের কাছে একাধিক জায়গা থেকে অভিযোগ জমা পড়তে শুরু করে দিয়েছে। চোপড়াতেও একাধিক জায়গায় ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এদিকে ময়নায় আবার সাত সকালে বিজেপি কর্মীর ছেলের রহস্যজনক মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *