বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:নিয়োগ দুর্নীতি মামলার রায় নিয়ে সরাসরি বিচারব্যবস্থার দিকে আঙুল তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রেক্ষিতে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি দািব করলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
তিনি অভিযোগ করেছেন বিচারব্যবস্থাকে যেভাবে অপমান করেছেন মুখ্যমন্ত্রী তাতে তাঁকে অবিলম্বে গ্রেফতার করা উচিত। এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেছেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল একাধিক প্রচার সভা থেকে নিয়োগ দুর্নীতি মামলায় ২৬ হাজার চাকরি বাতিলের রায় নিয়ে প্রকাশ্যেই প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালের প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তাতে প্রায় ২৬ হাজারের বেশি চাকরি গিয়েছে। হাইকোর্টেরপ এই রায় দানের আগেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন এমন একটা বোমা ফাটবে যে বেসামাল হয়ে যাবে তৃণমূল কংগ্রেস। রায় দানের আগে বিজেপি নেতা কীভাবে জানলেন তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকাল মেদিনীপুরের প্রচার সভা থেকে নাম না করে শুভেন্দু অধিকারীকে এই নিয়ে নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শুভেন্দু অধিকারীকে সবচেয়ে বড় গদ্দার বলে নিশানা করেছিলেন। সেই সঙ্গে অভিযোগ করেছিলেন বিজেপির কথা শুনে রায় দেওয়া হচ্ছে। বিচারব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন আদালত কি রায় দেবে তা আগে থেকে বলে দিচ্ছে বিজেপি নেতারা।