বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ইনফোসিস প্রতিষ্ঠাতা প্রবীণ এন আর নারায়ণ মূর্তি ভোট দিলেন ভোটকেন্দ্র গিয়ে। তিনি যথেষ্ট অসুস্থ। হাসপাতেও ভর্তি ছিলেন বলে খবর৷ এদিন হাসপাতাল থেকে ছুটি নিয়ে সোজা ভোট দিতে গিয়েছেন তিনি৷ ভোটাধিকার প্রয়োগ করে বাড়ি ফিরেছেন।


শুক্রবার দেশে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন চলছে৷ সকালেই ভোট দিলেন আইটি শিল্পের প্রবীণ এন আর নারায়ণ মূর্তি। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী তথা রাজ্যসভার সাংসদ সুধা মূর্তি। এছাড়াও জাতীয় ক্রিকেট কিংবদন্তি রাহুল দ্রাবিড়কেও ভোট দিতে দেখা যায়৷ সাধারণ মানুষকে নিজের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন তাঁরা।

৭৭ বছর বয়সী ইনফোসিসের প্রতিষ্ঠাতা অসুস্থতা সত্ত্বেও ভোট দিতে এসেছিলেন। বলেছেন তাঁর স্ত্রী সুধা মূর্তি। তাঁর কথায়, “নারায়ণ মূর্তি অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন। ভোট দেওয়ার পরে, আমরা তাকে বাড়িতে নিয়ে যাচ্ছি। ”

“আমরা প্রতি পাঁচ বছরে একবার ভোট দেওয়ার এই অধিকার পাই। অনেক চিন্তাভাবনা করে দায়িত্বের সঙ্গে আমাদের এই অধিকার প্রয়োগ করতে হবে। কেউ এই সুযোগটি হাতছাড়া করবেন না।” নারায়ণ মূর্তি সাংবাদিকদের কাছে এই কথা বলেছেন।

তরুণ, যুব প্রজন্মকে ভোট দেওয়ার আহ্বান করেন তিনি৷ তিনি এখন বৃদ্ধ হয়ে ভোটের লাইনে দাঁড়াচ্ছেন। দেশের তরুণ, যুব সম্প্রদায়কে ভোট দেওয়ার ক্ষেত্রে উৎসাহিত হতে হবে। বার্তা দিয়েছেন ইনফোসিস প্রতিষ্ঠাতা।

বেঙ্গালুরুতে বেশি মানুষ ভোটের লাইনে উপস্থিত হন না। ভোট দেওয়াত প্রবণতা কম থাকে। সাধারণ যুব সম্প্রদায়কে উৎসাহিত করতে বার্তা দিয়েছেন তাঁরা৷ ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় এদিন সকালে ভোট দিয়েছেন। তিনি বলেন, এটি প্রত্যেকের অংশগ্রহণের এবং গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার সুযোগ।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ভালো ব্যবস্থা করা হয়েছে। দয়া করে বেরিয়ে আসুন এবং বিপুল সংখ্যক ভোট দিন। বেঙ্গালুরুতে এবার রেকর্ড ভোটার হওয়া উচিত। যুবকদের বাইরে এসে ভোট দেওয়া উচিত। বিশেষ করে প্রথমবারের ভোটাররা। এই বার্তা দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *