বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক :চলতি আইপিএলেএখনও পর্যন্ত এবারের আইপিএলে তাঁর নামের পাশে ১টি শতরান, ৩টি হাফ সেঞ্চুরি।প্রথম ব্যাটার হিসেবে তিনি পেরিয়ে গেলেন চারশো রানের মাইলফলক।
বিরাট কোহলিই প্রথম ব্যাটার যিনি ১০টি মরশুমে চারশো বা তার বেশি রান করার কীর্তি স্থাপন করলেন।কিন্তু তার পরেও তাঁর ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে।সৌজন্যে বিরাটের মন্থর স্ট্রাইক রেট।
পাওয়ার প্লে এবং তারপরে বিরাট যেই গতিতে ব্যাট করেছেন সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচে বিরাট মোট ৪৩ বল খেলে ৫১ রান করেন। আইপিএল মিটলেই দুয়ারে টি২০ বিশ্বকাপ। ভারতীয় দলে কোহলি যে থাকবেন তা এক প্রকার নিশ্চিত। কিন্তু সমর্থক থেকে টিম ম্যানেজমেন্ট সবার উদ্বেগ বাড়াচ্ছে কোহলির মন্থর স্ট্রাইক রেট।
বিরাট কোহলি যেখানে ওপেন করতে নামছেন সেখানে তাঁর থেকে এই ধরনের ইনিংস প্রত্যাশিত নয়। ১১৮.৬০ স্ট্রাইক রেট নিয়ে চিন্তার ভাঁজ এখন সমর্থকদের কপালে। পাওয়ার প্লে-তেও বিরাট নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না। ফলে বিশ্বকাপে এমন মন্থর ব্যাটিং করলে সমস্যায় পড়বে দল। ফলে কোহলির স্ট্রাইক রেট চিন্তায় রাখছে টিম ম্যানেজমন্টকে।
চলতি আইপিএল টি২০ ক্রিকেটে উপযোগী ব্যাটিং করতে পারছেন না কোহলি। এ বারের আইপিএলে তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ নতুন নয়। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএলের ইতিহাসে মন্থরতম শতরান করেছিলেন কোহলি।
বিরাটের এই ব্যাটিং দেখে সমালোচনায় সরব হয়েছেন প্রাক্তনীরা। ভারতীয় দলের প্রাক্তন অধিনাসয়ক সুনীল গাভাসকর বলেছেন, ”দেখে মনে হচ্ছে না কোহলি ফর্মে রয়েছে। সঠিক মনে নেই, তবে ৩১-৩২ রান করার পর আর একটাও চার মারতে দেখলাম না। ওপেন করতে নেমে ১৫তম ওভারে আউট হয়েছে। অথচ কোহলির স্ট্রাইক রেট ১১৮ মতো! দল ওর থেকে মোটেও এমন ইনিংস আশা করে না।”
যদিও এ বারের আইপিএল এখনও পর্যন্ত কমলা টুপির দৌড়ে সবার আগে রয়েছেন কোহলি। বৃহস্পতিবার পর্যন্ত ন’টি ম্যাচ খেলে করেছেন ৪৩০ রান।বিরাট কোহলি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল ২০২৪-এর ১৯ তম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন, কিন্তু এর পরেও তার ধীর গতির ইনিংস নিয়ে প্রশ্ন উঠছে। জয়পুরে ৬৭ বলে সেঞ্চুরি করে কোহলি সোশ্যাল মিডিয়ায় বিতর্কের জন্ম দিয়েছিলেন। যা ২০০৯ সালে মণীশ পান্ডের সেঞ্চুরির সঙ্গে লিগে যৌথ ধীরতম সেঞ্চুরি ছিল।