বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ভিভিপ্যাট (VVPAT) নিয়ে সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট (Supreme Court) স্পষ্ট বার্তা দিল নির্বাচন নিয়ন্ত্রণ তাঁদের পক্ষে সম্ভব নয়।
ইভিএমে পড়া ভোটের সঙ্গে ভিভিপ্যাটের কাগজ মিলিয়ে দেখতে হবে। এই আর্জি জানিয়ে মামলা হয় শীর্ষ আদালতে। বেস কয়েকমাস ধরে এই বিষয়ে শুনানিও চলছিল। বুধবার শুনানি শেষ হয়। কিন্তু রায়দান স্থগিত রাখা হয়েছে।
মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট (Supreme Court) জানিয়েছে, নির্বাচন কমিশনকে কখনও ইভিএমের ‘সোর্স কড’ জিজ্ঞেস করা যায় না। এই ‘সোর্স কোড’ বলে দেয় মেশিন কীভাবে চলবে। শুনানি চলাকালীন আইনজীবী সন্তোষ পল আবেদন জানান, যাতে এই ‘সোর্স কোড’ প্রকাশ্যে আনা হয়। কিন্তু বিচারপতি সঞ্জীব খান্না সেই আর্জি খারিজ করে দেন।
পর্যবেক্ষণে জানান, এটা প্রকাশ্যে আনলে এর অপব্যবহার করা হতে পারে। ভিভিপ্যাটের ১০০ শতাংশ খতিয়ে দেখার আর্জি জানিয়ে একাধিক মামলা হয় শীর্ষ আদালতে। বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি চলছিল।
নির্বাচন কমিশনের কাছে বেশ কিছু প্রশ্ন রেখেছে সুপ্রিম কোর্ট। মাইক্রো কন্ট্রোলার ব্যবহার ইভিএমে হয় কিনা, সেই সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন রাখা হয়। তবে কোনও রায় এদিন দেয়নি সুপ্রিম কোর্ট। আগামী শুক্রবার দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে (Lok Sabha Election 2024)। তার আগে এই বিষয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি করা হয়েছিল। কিন্তু এদিন কোনও নির্দেশ শীর্ষ আদালত দিল না।
গত বছর সেপ্টেম্বর মাসে একটি জনস্বার্থ মামলা হয় সুপ্রিম কোর্টে। সেখানেও ইভিএমের ‘সোর্স কড’ জানানোর আর্জি জানানো হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূর সেই আবেদন খারিজ করে দেন। মামলায় প্রধান বিচারপতি মন্তব্য করেন, এমন স্পর্শকাতর বিষয় পাবলিক ডোমেনে নিয়ে আসা সম্ভব নয়।