বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এসএসসি মামলার রায় বেরনোর পরে সাংবাদিক সম্মেলন করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তৃণমূল সরকারের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন তিনি। তারপরেই আক্রমণাত্মক বক্তব্য রাখলেন তৃণমূলের নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

 

অভিজিৎ গঙ্গোপাধ্যায় অশিক্ষিত আইনজীবী। কী করে তিনি বিচারপতি হয়েছিলেন? এখনও প্রশ্ন রয়েছে। এমনই কটাক্ষ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ” যখন বিচারপতি ছিলেন, তখন ভয় দেখিয়ে সমস্ত কাজকর্ম করিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই সব মানুষ এখন সাংসদ হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন?” প্রশ্ন কল্যাণের।

“মানুষের রিজেক্ট করা উচিত। ধান্দাবাজ, বিচার ব্যবস্থার কলঙ্ক। গোটা বিচার ব্যবস্থাকে রাজনীতির জন্য ব্যবহার করা। নিজে যাতে আরও ভালো থাকতে পারি। সেজন্য গোটা বিচার ব্যবস্থাকে নষ্ট করে দেওয়া। এরা দেশের কলঙ্ক। ” এমনই তীব্র আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটি ভিডিও বার্তায়। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা।

সোমবার বেলার দিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তৃণমূল সরকারকে আক্রমণ করেছেন প্রাক্তন বিচারপতি। মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ চেয়েছেন তিনি। রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত। এমন দাবিও করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এসএসসি মামলার রায় আরও কঠিন হয়েছে। বক্তব্য তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর।

এরপরেই ভিডিও বার্তায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করেছেন তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। “আইনজীবী হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভালো মামলা করেছেন, তেমন কোনও জাজমেন্ট রিপোর্ট নেই। বিচারপতি থাকাকালীন বিজেপির সঙ্গে লাইন করে বিজেপিতে গিয়েছেন। চক্রান্ত করেছিল কী করে চাকরি খাওয়া যায়। এখন চোরের দল, ডাকাতের দল, গুন্ডাদের দলের সর্দার হয়েছেন।”

আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলা করুক। খোলা চ্যালেঞ্জ দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *