বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ফের বিতর্কিত মন্তব্য বর্ধমান দক্ষিণের তৃণমূল কংগ্রেস বিধায়ক খোকন দাসের। যে বক্তব্যের ফুটেজ পোস্ট করে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সমস্ত ভোট যাতে তৃণমূলের পক্ষে পড়ে তা নিশ্চিত করতেই বড় পরিকল্পনার কথা কর্মী সম্মেলনে বলেন বিধায়ক। তা ভাইরাল হতে সময় লাগেনি।

বর্ধমান শহরের ৩৩ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে রাজনৈতিক কর্মী সম্মেলন আয়োজন করা হয়েছিল। কীর্তির বিপক্ষে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এঅ আসনটি বিজেপির হাত থেকে ছিনিয়ে নিতে মরিয়া তৃণমূল কংগ্রেস।

বিধায়ক খোকন দাস দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, একটা দিন মানুষের জন্য কাজ করুন। সারা বছর ভালো থাকতে একটা দিন কষ্ট করুন। সেদিন কী খেলেন, না খেলেন সেটা বড় কথা নয়। সমস্ত ভোটারকে নিয়ে তৃণমূলের বাক্সে ভোট দিন, সমস্ত ভোটগুলি তৃণমূলে দিন।
এরপরই খোকন বলেন, আমি সবাইকে ধরে ধরে নিয়ে গিয়ে জোড়া ফুলে ভোট দেওয়াব। যাতে অন্য কেউ ভোট না পায়। উল্লেখ্য, ২০১৯ সালে এই লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পরাস্ত হয়েছিল বিজেপির কাছে। খোকন সেই ফলাফলের জন্য দায়ী করেছেন সিপিআইএমকেই।

তবে একজন বিধায়ক হয়ে যেভাবে তিনি সব ভোটে তৃণমূলে দেওয়ানোর পরিকল্পনার কথা বলেছেন তা নিয়ে হাত গুটিয়ে বসে নেই বিরোধী রাজনৈতিক দলগুলি, বিশেষ করে বিজেপি। আজ শুভেন্দু এক্স হ্যান্ডলে খোকনের বক্তব্যের ভিডিও পোস্ট করে নির্বাচন কমিশনের পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন।

শুভেন্দু স্মরণ করিয়ে দিয়েছেন, এই খোকন দাসই এর আগে একটি জনসভায় খুল্লমখুল্লা কর্মীদের বলেছিলেন, বাংলাদেশ থেকে আসা মানুষজনেরা যাঁরা তৃণমূলকে সমর্থন করেন,শুধু তাঁদেরই নাম ভোটার লিস্টে তোলানোর বন্দোবস্ত করতে। শুভেন্দু নির্বাচন কমিশনকে আর্জি জানিয়েছেন, ১৩ মে ভোটের দিন এই বিধায়কের গতিবিধির উপর নজরদারি চালানোর জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *