বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
বাংলা ক্যালেন্ডারের নিরিখে এখন মাঘ মাসের মাধামাঝি। এদিনও জাঁকিয়ে শীত রাজ্য জুড়ে। তবে সোমবার থেকে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস আবহাওয়া দফতরের। মঙ্গল-বুধবারে কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এই বৃষ্টির পর জাঁকিয়ে শীত আর ফেরার সম্ভাবনা নেই। আবহাওয়াবিদরা বলছেন এবারের মতো শীত বিদায়ের সময় উপস্থিত। বৃষ্টি শেষ হলে ফেব্রুয়ারির শুরু থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে বলেই মনে করছেন আবহবিদরা।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এদিনও জাঁকিয়ে শীত থাকলেও, শীতের বিদায় ঘন্টা যে বাজতে শুরু করেছে। তবে আরেকদফা শীত ফিরবে কিনা সে ব্যাপারে কিছুটা প্রশ্ন রয়েছে আবহবিদদের মধ্যে। আবহাওয়ার খামখেয়ালিপনাকেও এজন্য দায়ী করছেন তাঁরা।
উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, সোমবার সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। এই সময়ের মধ্যে কালিম্পং ও আলিপুরদুয়ার ছাড়া বাকি সব জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহের কোনও কোনও জায়গায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবার এই পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণ দিনাজপুরে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টায় রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও তারপরের তিন দিনে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের সবকটি জেলার কোথাও না কোথাও হাল্কা বৃষ্টির হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে।
রবিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। এই সময়ের মধ্যে সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
আগামী দু’দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও পরের তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। মঙ্গলবার পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হাল্কা বৃষ্টি হতে পারে। বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে।
রবিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সকালের দিকে কুয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।