বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আবার চলে আসলো, পুজো এবারে কালীপুজো এবং ভাইফোঁটা। প্রতি বারই যার আগে, ভিড় বার ছিল দার্জিলিঙ তে। এবারও যাক ব্যতিক্রম হলো না ।
যে আশঙ্কা করছিলেন পাহাড়ের মানুষ, আবহাওয়া ভালো থাকায় এই আশঙ্কা কাজ তাদের মনের থেকে অনেকটাই চলে গেছে। আবার পর্যটক আসছেন পাহাড়ে। আবার শুরু হয়েছে ভিড় সাথে সাথে বুকিং। পর্যটকদের মনোরঞ্জনের জন্য সারাদিন রাত গান চালাচ্ছে, হোটেলগুলি। চা এবং কফি সহ অন্যান্য জিনিসগুলি তা ঠিকমতো সরবরাহ করতে চলেছে ন। তাই আবার ভিড় বাড়ছে পাহাড়ে। পর্যটকদের মধ্যে বাঙালি পর্যটকদের সংখ্যা বেড়েছে অনেকটাই, যা অনেকটা আশ্বস্ত করেছে হোটেল ব্যবসায়ীদের। কারণ তারা ভাবছিলেন পাহাড়ের প্রাকৃতিক দুর্যোগের কারণে, এবারে বেশি লোক আসবেন না পাহাড়ে। তবে তারা খুশি তাদের আশঙ্কা মিথ্যে হওয়ার কারনে। মানুষ আজকের পাহাড়ে পছন্দ করছেন পাহাড়কে, এটাই আপাতত শান্তি দিচ্ছে পাহাড়ের মানুষকে।