বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকের পর, অনশন প্রত্যাহার করলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডাক্তারেরাও। কলকাতার পাশাপাশি তারা উঠিয়ে দিলেন অনশন। তাই ইতিমধ্যে জানিয়েছেন অভয়ার বাবা মায়ের অনুরোধ এই অনশন প্রত্যাহার। তবে তারা এও জানিয়েছেন তারাই লড়াই চালিয়ে যাবেন।
কারণ এটা সবেমাত্র শুরু হলো, ১৮ দিন ধরে যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে আসছিল, শুধুমাত্র মানুষের কথা ভেবেই তাদের অনশন থেকে সরে আসলো। আমাদের কলকাতা ডাক্তারদের সাথে কথা হয়েছে, আমরা যা করব একসাথে করব, একসাথেই চলবো। এর কোন দ্বিমত কোনদিনই কখনো হবে না। কালকের থেকে এখানে নিয়মিত, রোগীরা পরিষেবা পাবেন। জানিয়ে দিলেন ডাক্তারেরা।