বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

প্রয়াত অভিনেত্রী শ্রীলা মজুমদার। শনিবার নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন অভিনেত্রী। কিন্তু খুব ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ছাড়া আর কাউকে জানতে দেননি সে কথা।

পরিবারের সঙ্গে একা লড়ে যাচ্ছিলেন মারণ রোগের সঙ্গে। তাঁর (Actress Sreela Majumdar) মৃত্যুতে বাংলার চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমেছে। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীলার স্বামী এস.এন.এম আব্দি জানিয়েছেন, গত ১৩ তারিখ টাটা মেডিক্যাল ক্যানসার সেন্টারে ভরতি ছিলেন।

গত ২০ তারিখ ছাড়া পান। এরপর বাড়িতেই অভিনেত্রী (Actress Sreela Majumdar) নিয়ে আসা এবং সেখানেই চিকিৎসা চলছিল বলে জানিয়েছেন এস.এন.এম আব্দি। হঠাত করেই এই ঘটনায় শোকস্তব্ধ গোটা পরিবার। ইতিমধ্যে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

অভিনেত্রী শ্রীলা মজুমদারের মৃত্যু বড় বাংলা সিনেমা জগতে বড় ক্ষতি বলে সোশ্যাল মিডিয়ায় দেওয়া বার্তায় উল্লেখ মুখ্যমন্ত্রীর। দীর্ঘদিন ধরে একের পর এক বাংলা ছবিতে কাজ করেছেন শ্রীলা (Actress Sreela Majumdar) । শুধুমাত্র তাঁর অভিনয় নয়, তাঁর কন্ঠস্বরের জন্যও বিশেষ জনপ্রিয় ছিলেন তিনি। বিখ্যাত পরিচালক মৃণাল সেনের একাধিক ছবিতে অভিনয় করেছিলেন শ্রীলা মজুমদার।
বাংলার পাশাপাশি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন তিনি। বঙ্গবাসী কলেজ থেকে স্নাতক হওয়ার পর মৃণাল সেনের ছবিতেই হাতেখড়ি হয় তাঁর। পরশুরাম ছিল তাঁর প্রথম ছবি। এরপর একদিন প্রতিদিন, অকালের সন্ধানে, খারিজ, চোখ, আরোহন, মান্ডি-র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।

সম্প্রতি ২০২৩ সালে পালান ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। ক্যানসার আক্রান্ত অবস্থাতেই ওই ছবিতে তিনি অভিনয় করেছিলেন। বিভিন্ন ছবিতে তিনি অভিনয় না করলেও তাঁর কন্ঠস্বর শোনা গিয়েছে। ঋতুপর্ণ ঘোষের চোখের বালি ছবিতে ঐশ্বর্য রাই-এর লিপে শোনা গিয়েছিল তাঁর কন্ঠ।

টলিউডে শ্রীলা মজুমদারের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আজ মৃত্যুর খবর পেয়ে শ্রীলা মজুমদারের বাড়িতে ছুটে যান তিনি। ভেঙে পড়েন কান্নায়। ঋতুপর্ণা বলেন, ‘আমি ভাবতেই পারছি না আমার দিদি আর নেই। কখনও মনে হয়নি শ্রীমা মজুমদার আমার নিজের দিদি নন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *