বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
আবহাওয়ার খামখেয়ালিপনায় দক্ষিণবঙ্গের মানুষ দিশেহারা। এই বৃষ্টির, এই মেঘ, এই প্রবল ঠান্ডা আর কুয়াশা তো আছেই। বৃষ্টির আর হাড় কাঁপানো ঠান্ডার যৌথ আক্রমনের সঙ্গে স্যাঁতসেঁতে আবহাওয়া দক্ষিবঙ্গ জুড়ে।
শনিবার সকালে আবহাওয়া অফিস থেকে নতুন কোনো বার্তা দিতে পারে নি। এটা বলা হয়েছে যে আজ বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বৃষ্টির এখনই চলে যাচ্ছে না। হাওয়া অফিস সূত্রে খবর, আজ থেকে ধীরে ধীরে রাতের তাপমাত্রা বাড়বে কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে। তবে দিনে স্বাভাবিকের অনেকটাই নীচে থাকবে তাপমাত্রা। আবহাওয়া দফতরের আপডেট অনুযায়ী, ফের ২৪ জানুয়ারির পর থেকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, কুয়াশা থাকতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। ঘন কুয়াশার জেরে কমলা সতর্কবার্তা উত্তরবঙ্গের সব জেলাতে। আপাতত দক্ষিণবঙ্গের জেলা গুলিতে শীতের দাপট কম থাকবে কিছুটা।
ওদিকে উত্তরবঙ্গে একই রকম পরিবেশ বজায় থাকবে। শীতের মজা লুফে নিচ্ছে উত্তরবঙ্গবাসী। আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Forecast) অনুযায়ী শূন্যের নীচে নামবে দার্জিলিঙের পারদ (Darjeeling Weather)। শীতল দিনের সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এ। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙেও এই দুই জেলায় হালকা বৃষ্টির সাথে তুষারপাতও হবে। সব মিলিয়ে আরো কিছুদিনের শীতের কামড় থাকবে সর্বত্র।