নিজস্ব প্রতিনিধিঃ জামুরিয়া বাজারের হাটতলা এলাকায় আজ ভোরে স্থানীয় বাসিন্দারা দেখতে পান ১০টি দোকানে আগুন লেগেছে।
কালো ধোঁয়ায় ছেয়ে গেছে এলাকা। বাজারের ১০টি বন্ধ দোকানের ভেতর আগুন জ্বলছে। স্থানীয় বাসিন্দারা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করে।
খবর দেওয়া হয় দমকলকে। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছয় জামুরিয়া থানার পুলিশ।
দোকানে আগুন লাগায় মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। তাঁদের দাবি, ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা।