বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
এবার শুরু হয়ে গেছে শীতের দ্বিতীয় পর্ব। ১২ তারিখ থেকেই পারদ নামতে শুরু করেছে। এবার মকর সংক্রান্তি বেশ ঠান্ডাই থাকবে বলে হাওয়া অফিসের বার্তা। ফের একবার ঠান্ডা অনুভব করছে দক্ষিণবঙ্গবাসী। আবহাওয়া দপ্তর জানিয়েছে (Alipore Weather Office) শুরু হয়ে গিয়েছে শীতের দ্বিতীয় ইনিংস। চলতি সপ্তাহে বেশ খানিকটা কমবে তাপমাত্রা। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি। যা অবশ্যই স্বাভাবিকের চেয়ে কম। মানুষ এই খবরে খুবই খুশি। শীতকালে শীত না থাকলে কি মানুষের ভালো লাগে?
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ১-২ দিনের মধ্যে উত্তুরে হাওয়ার দাপট আরও বাড়বে রাজ্যে। এবং আগামী তিনদিন রাতের দিকের পারদ আরও ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে গাঙ্গেও পশ্চিমবঙ্গে। আলিপুর হাওয়া অফিস আরো জানিয়েছে,
পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার ঘন কুয়াশা থাকতে পারে। এই জেলা গুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা। আলিপুর হাওয়া দপ্তরের দেওয়া সর্বশেষ বুলেটিন অনুযায়ী, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক থাকবে আবহাওয়া।
উত্তরবঙ্গের, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঘন কুয়াশা থাকতে পারে। জারি হয়েছে সতর্কতা। ১৫ ও ১৬ তারিখ দার্জিলিঙে বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া আপাতত উত্তরবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।