বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

সাম্প্রতিককালে এমন ঘটনা প্রায় ঘটেই নি যে, জানুয়ারী মাসের ১০ তারিখ ঠান্ডা নেই। সকালে কুয়াশা আর বেলা বাড়লে বেশ গরম। যদিও হাওয়া অফিসের বার্তা অচিরেই শীত আসছে। কিন্তু কোথায় শীত? গরম পোশাক পরলে বেলার দিকে রীতিমত ঘাম ঝরছে। যদিও হাওয়া অফিসের (Weather) পূর্বাভাস, জানুয়ারির মাঝামাঝি সময় থেকেই ফিরবে শীতের আমেজ। সেই সাথে থাকবে ঘন কুয়াশার দাপট। আগামী কাল থেকেই বদলে যাবে বাংলার আবহাওয়া। তবে তেমন কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। এখন অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

পশ্চিম পশ্চিমবঙ্গে অবশ্য ভালোই ঠান্ডা। তবে কলকাতায় ঠান্ডা নেই বললেই চলে। রাজ্যে উত্তুরে হিমেল হাওয়া ঢুকেছে বটে তবে তার প্রভাব সেরকম নয়। যে কারণে বেলা বাড়ার সাথে সাথেই চড়ছে পারদ মাত্রা। যে কারণে চলতি বছরটা বেশ হতাশই হয়েছে শীতপ্রেমী মানুষজন। এমন আবহাওয়া মোটেই অভিপ্রেত নয়। একে বলা যায় প্রকৃতি বদলের ইঙ্গিত। তবে মৌসম ভবন (India Meteorological Department) জানিয়েছে, আগামী পৌষ সংক্রান্তির আগেই ফের একবার বদলাবে বাংলার আবহাওয়া। বৃহস্পতিবারের পর থেকেই ফিরবে শীতের আমেজ। শুক্রবারের থেকেই উত্তরে হাওয়ায় আবারও তাপমাত্রার পারদ নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal) বিভিন্ন জেলায়। হাওয়া অফিস বলছে, বৃহস্পতিবারের পরে কিছুটা ঠান্ডা পড়বে। এদিকে পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদে থাকবে ঘন কুয়াশা। বাঁকুড়া, পুরুলিয়ার তাপমাত্রাও এখন উপরের দিকেই। তাপমাত্রা এখন স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রির মতো বেশি আছে।

উত্তরবঙ্গ বেশ ঠান্ডা। শীতের আমেজ আছে। মালদা ছাড়া উত্তরের জেলাগুলো ভালোই ঠান্ডা। এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *