বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

বকেয়া পাওনার পর এবার গঙ্গাসাগর মেলা নিয়ে কেন্দ্রের সমালোচনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কুম্ভমেলার মতো গঙ্গাসাগর মেলাকেও জাতীয় মেলা ঘোষণার দাবিতে বারবার কেন্দ্রের কাছে দরবার করলেও তারা পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ তাঁর।
মঙ্গলবার আউট্রাম ঘাটের ট্র্যানজিট পয়েন্টে গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।
তাঁর কথায়, “কেন্দ্র অন্যান্য অনেক মেলাকে টাকা দেয়। গঙ্গাসাগর মেলাকে টাকা দেয় না।”
এরপরেই বাম শাসনকে বিঁধে তিনি বলেন, “বাম আমলে মেলায় কর নেওয়া হত। তৃণমূল আসার পর কর মকুব করা হয়েছে। আলো দিয়ে সাজানো হয়েছে গোটা এলাকা। যার জন্য ৮ কোটি টাকা খরচ হয়েছে।”
মেলায় যাতায়াতের জন্য রাজ্য সরকারের পক্ষে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেপ্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২৫০০ বাস, ৬টি বার্জ, ৩২টি ভেসেল এবং ১০০টি লঞ্চ দেওয়া হয়েছে।
যাঁরা বাসে যাবেন তাঁদের একবারই টিকিট কিনতে হবে। এছাড়াও অন্যান্য পরিষেবার সঙ্গে চিকিৎসার জন্য ৩০০টি শয্যা এবং এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা রাখা হয়েছে বলে তিনি জানান। ঘোষণা করেন আগামী ১২, ১৩ এবং ১৪ জানুয়ারি গঙ্গাসাগরে আরতি হবে। দুর্ঘটনার জন্য করা হয়েছে বিশেষ বীমার ব্যবস্থা। যেখানে দুর্ঘটনায় কেউ মারা গেলে তাঁর পরিবার পাবেন ৫ লক্ষ টাকা। আগামী ৯ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত এই বিশেষ বীমার ব্যবস্থা থাকবে।
মেলাকে ঘিরে পরিকাঠামো উন্নয়নে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব এইচকে দ্বিবেদী নিজের অভিজ্ঞতার কথা তুলে বলেন, তিনি যখন উত্তর ২৪ পরগণার জেলাশাসক ছিলেন তখন বাবা-মা”কে নিয়ে মেলায় গিয়েছিলেন। তখন যথেষ্টই কষ্ট হয়েছিল। কিন্তু আজ আর যাত্রীদের কাছে সেই সমস্যা নেই।
ছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়, বর্তমান মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিব। ছিলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশের কমিশনার এবং অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *