বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
শীতকালে ছুটি কাটাতে অনেক পর্যটকই যান পুরীতে। সেই ভিড় সামাল দিতে এবার হাওড়া ও পুরীর মধ্যে বন্দে ভারত স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল।
এই ট্রেন চালানোর ফলে অতিরিক্ত ৬৭৬৮টি আসনের বন্দোবস্ত করা সম্ভব হলো জানিয়েছে পূর্ব রেল। কাল থেকেই শুরু হয়ে যাবে রিজার্ভেশন।
১১ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারির মধ্যে প্রতি বৃহস্পতিবার হাওড়া ও পুরীর মধ্যে এই বিশেষ বন্দে ভারত স্পেশ্যাল চলাচল করবে। ০২৩১১ হাওড়া-পুরী বন্দে ভারত স্পেশ্যাল হাওড়া থেকে সকাল ৬টা ১০-এ ছেড়ে পুরী পৌঁছে যাবে বেলা ১২টা ৩৫ মিনিট। এরপর ০২৩১২ পুরী-হাওড়া বন্দে ভারত স্পেশ্যাল বেলা ১টা ৫০ মিনিটে ছেড়ে হাওড়া পৌঁছবে রাত ৮টা ৩০ মিনিটে।
আপাতত এই স্পেশ্যাল ট্রেন ১১, ১৮ ও ২৫ জানুয়ারি চালানোর কথা জানিয়েছে পূর্ব রেল। পর্যটক ও তীর্থযাত্রীরা বন্দে ভারতের পরিষেবায় সন্তুষ্ট হবেন বলে আশাবাদী পূর্ব রেল। আপ ও ডাউন এই বন্দে ভারত স্পেশ্যাল ট্রেন খড়গপুর, ভদ্রক, জজপুর কেওনঝড় রোড, কটক, ভুবনেশ্বর, খুরদা রোড স্টেশনে দাঁড়াবে।
এই বিশেষ ট্রেনটিতে ১২টি এসি চেয়ার কার, ২টি এগজিকিউটিভ চেয়ার কার থাকছে। রেলের রিজার্ভেশন কাউন্টারের পাশাপাশি ইন্টারনেট থেকেও ট্রেনের টিকিট কাটা যাবে বলে জানিয়েছেন পূর্ব রেলের চিফ পাবলিক রিলেশনস অফিসার কৌশিক মিত্র।