বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

 

নিউজিল্যান্ড বললেই আমাদের চোখের সামনে ভেসে উঠে নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য। ছবির মতো সুন্দর একটা দেশ। নিউজিল্যান্ড অত্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন একটা দেশ। কিউয়িদের কঠোর শুল্ক বিধিও রয়েছে। এই নিয়ন লঙ্ঘন করলে শাস্তি বা জরিমানার মুখে পড়তে হয় সেই দেশে যাওয়া বিদেশিদেরও। নিউজিল্যান্ড সফরে গিয়ে এই নিয়মের জাঁতাকলে পড়েন ভারতীয় দলের ক্রিকেটাররাও।

২০০২-০৩ সালে ভারতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ড সফরের গিয়েছিল। সেই দলের নেতৃত্বে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু জানেন কী সেই সফরের শুরুতেই বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছিল ভারত অধিনায়ক এবং তাঁর সতীর্থ হরভজন সিংকে। অজানা সেই কাহিনী সম্প্রতি প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও থেকে।

ভিডিওতে দেখা যাচ্ছে প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ক্রিকেটার হরভজন সিংকে অকল্যান্ড বিমানবন্দরে বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে। নিউজিল্যান্ডের জৈব নিরাপত্তা ব্যবস্থার লঙ্ঘন, নোংরা জুতা বহন করার জন্য এই ভারতীয় ক্রিকেটারকে ৪০০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছিল।
ভিডিওটিতে তরুণ পার্থিব প্যাটেল এবং রাহুল দ্রাবিড়কেও দেখা গিয়েছে, কিন্তু সৌরভ এবং হরভজন ভিন্ন পরিণতির মুখোমুখি হয়েছেন। টনি ডেভিস, তৎকালীন এমএএফ এনফোর্সমেন্ট অফিসার, অভিযোগ করেছেন যে হরভজন তার সমস্ত ক্রিকেট জুতার হিসাব দিতে ব্যর্থ হয়েছিল, যা সন্দেহের দিকে নিয়ে যায়। কিছু বুটে কাদা এবং ঘাস পাওয়া গেছে, যা নিউজিল্যান্ডের জৈব নিরাপত্তার পরিপন্থী।

নিউজিল্যান্ড জৈব নিরাপত্তাকে গুরুত্ব সহকারে দেখা হয়, তার অন্যতম কারণ উদ্ভিদ ও প্রাণীকে বিদেশী রোগ এবং কীটপতঙ্গ থেকে রক্ষা করার লক্ষ্যে। নিউজিল্যান্ডের নিয়ম অনুসারে কোনও বিদেশীও স্থানীয় বাস্তুতন্ত্রকে বিপন্ন করতে পারবে না। হরভজনের বুটগুলিকে নিয়ে দেশে প্রবেশের অনুমতি দেওয়ার আগে পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়।
হরভজন, দৃশ্যত অসন্তুষ্ট হন এইঘটনায়, পরিদর্শনের সময় হতাশা প্রকাশ করেছিলেন। সেই সময় ভারতীয় দলের ম্যানেজার বিষয়টিতে হস্তক্ষেপ করেন, হরভজনের পক্ষে ২০০ ডলার জরিমানা পরিশোধ করেন। শুধু ভাজ্জি নন, একইসঙ্গে এই শাস্তির মুখে পড়তে হয়েছিল ভারতীয় দলের তৎকালীন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কেও। দলের ম্যানেজার তাঁর জরিমানার অর্থও প্রদান করেন।

যদিও ভিডিও দেখা গিয়েছে কিউয়িদের দেশে ভারতীয় দলের তৎকালীন ক্রিকেটারদের নিয়ে উচ্ছাসের ছবি। বিমান বন্দরের বাইরে সৌরভ-দ্রাবিড়দের দেখতে ভিড় জমে গিয়েছিল উৎসাহী জনতার। যদিও সেই সফরে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি ভারতীয় দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *