বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

 

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ২০০৮ সালে। প্রায় ১৬ বছর অবসরের গ্রহে থাকলেও ব্যাট-ব্যাট দেখলে এখনও স্থির থাকতে পারেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। বয়স হাফসেঞ্চুরি পার করেছে, ফিটনেসটাও আগের মতো নেই। কিন্তু মাঠে নামলেই এখনও মহারাজকীয় ছন্দেই দেখা যায় বেহালার বাঁ-হাতিকে। সম্প্রতি প্রোটিয়া সফরে আবার বল হাতে দেখা গেল দাদাকে।

দিল্লি ক্যাপিটালস দলের ডিরেক্টর অফ ক্রিকেট তিনি। ফলে দাদার কর্মকাণ্ড শুধুমাত্র আইপিএলে দিল্লি দলের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। বিশ্বের একাধিক টি২০ লিগে দিল্লি ক্যাপিটালস গোষ্ঠীর দল রয়েছে। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি২- লিগে পার্থ জিন্দল গোষ্ঠী প্রিটোরিয়া ক্যাপিটালস দল কিনেছেন। পন্থ-অভিষেক পোড়েলদের নিয়ে কলকাতায় ক্যাম্প করেছেন কয়েকমাস আগেই। এবার প্রিটোরিয়া ক্যাপিটালসের ক্লাস নিতে ম্যান্ডেলার দেশে গিয়েছেন দাদা।

প্রটিয়ারা ক্যাপিটালসের ক্লাস নেওয়ার পাশাপাশি মাঠে হাতও ঘোরালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজের প্রিটোরিয়া ক্যাপিটালসের সোশ্যাল সাইটে সেই‌ ভিডিও পোস্ট করা হয়েছে। তবে নেটে কোনও জুনিয়র ক্রিকেটারকে নয় দাদার বলে ব্যাট করলেন জ্যাক ক্যালিস। ক্রিকেটার জীবনে ক্যালিসকে বহু‌বার বোলিং করেছেন, এমনকি প্রোটিয়া অলরাউন্ডরের বোলিংয়ের বিরুদ্ধে ব্যাটও করেছেন। তবে ক্রিকেট ছাড়ার পরও দুই মহারথীর ব্যাটিং-বোলিংয়ের ডুয়েল কিন্তু জমে উঠল।
ভিডিও-তে দেখা যাচ্ছে টি শার্ট এবং জিন্স পরেই মাঠে নেমেছেন দাদা। বল নিয়ে বেশ কয়েকবার হাত ঘোরালেন। দেখে বোঝার উপায় নেেই তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে ১৬ বছর আগে অবসর নিয়েছেন। দাদার বোলিং কিন্তু বেশ চাপে ফেলে দিল প্রাক্তন প্রোটিয়া অলরাউন্ডারকে। বল হাতে এখনও ২২ গজে নামলে প্রতিপক্ষ ব্যাটসম্যা‌নদের চাপে ফেলতে সক্ষম দাদা, তা কিন্তু এই ভিডিও থেকেই স্পষ্ট।

মাঠের বোলিংয়ের পাশাপাশি প্রিটোরিয়া ক্রিকেটারদের জন্য ক্লাসও নেন দাদা। সেখানে প্রিন্স অফ ক্যালকাটা বলেন, ‘আমার তরফ থেকে তোমাদের জন্য ছোট্ট বার্তা, অতীত ভুলে আরও শক্তিশালী ভাবে প্রত্যাবর্তন করতে হবে। এটাই একমাত্র ভালো পারফরম্যান্সের উপায়।টি২০ ক্রিকেটে খুব ছোটস ছোট বিষয়গুলিই বড় ফ্যাক্টর করে দিতে পারে‌, এই বিষয়টা মাথায় রাখতে হবে।’

প্রোটিয়া সফর সেরে বুধবারই কলকাতায় ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এরপরই মহিলা প্রিমিয়ার লিগ, তারপরই আইপিএল রয়েছে। দলে দিল্লি দলকে নিয়েই ব্যস্ততা বাড়বে দাদার। ইতিমধ্যেই নিলামের মধ্য দিয়ে দল গুছিয়ে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি শিবিরে ঋষভ পন্থকে নিয়ে স্বস্তি ক্রমশ বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *