বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
‘রামায়ণ’ বিশ্বের আদি ও অন্যতম মহাকাব্য। সেই রামায়ণে অজস্র চরিত্রের মধ্যে একটি প্রধান চরিত্র জটায়ু পাখি। এবার রামমন্দিরকে কেন্দ্র করে সেই পাখি চলে আসলো সামনের সারিতে। ২২ তারিখের আগেই সদ্য অন্ধ্রপ্রদেশের লেপাক্ষী গ্রামে সফর করেন দেশের প্রধানমন্ত্রী মোদী। এককালে বিজয়নগর সাম্রাজ্যের অধীনে থাকা এই গ্রামে রামায়ণের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। আর অযোধ্যার রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উৎসবের আগে এই জায়গায় গিয়ে ‘আধ্যাত্মিক অনুভূতি’ এসেছে বলে মন্তব্য করেছেন মোদী। লোকগাঁথা অনুযায়ী লেপাক্ষী গ্রামেই জটায়ুর সঙ্গে দেখা হয়েছিল শ্রীরামচন্দ্রের। কথিত রয়েছে এই গ্রামে জটায়ু, রাবণের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে আহত হয়েছিল। আর সেই সময়ই সে শ্রীরামচন্দ্রের জন্য প্রতীক্ষা করছিল। শোনা যায়, তেলুগু ভাষায় ‘লেপাক্ষী’ শব্দের অর্থ ‘জাগো হে পাখি’। মনে করা হয়, সেই বার্তা শ্রীরামচন্দ্রের থেকেই এসেছিল। সেই সূত্র ধরে এই এলাকার নাম লেপাক্ষী।
পরে এই জায়গাই হয়ে ওঠে বিজয়নগর। বিজয়নগর সম্রাজ্যের ব্যাপক প্রভাব পড়ে সেই জটায়ুর । সদ্য সেখানে বীরভদ্রস্বামী মন্দিরে পুজো দেন মোদী। তিনি আবেগ তাড়িত হয়ে বলেন, “আমি ১১ দিনের পবিত্র উপবাসে রয়েছি। আর এই পবিত্র উপবাসের মাঝে যেখানে গোটা দেশ শ্রীরামের পুজো করছে, সেই সময় লেপাক্ষী সফর, যেখানে শ্রীরামচন্দ্রের সঙ্গে দেখা হয়েছিল জটায়ুর… খুব আধ্যাত্মিক অনুভূতি হচ্ছে। আমি সুযোগ পেয়েছিলাম বীরভদ্রস্বামী মন্দিরে পুজোর আর লেপাক্ষীর মন্দিরে ভজন কীর্তনে অংশ নেওয়ার।” এখন সারা ভারত জুড়ে শুধুই রাম আর ধর্ম।