বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

এক বছরের বেশি সময় পর টি২০ আন্তর্জাতিকে প্রত্যাবর্তনটা ভালো হয়নি রোহিতের। প্রথম ম্যাচে ব্যাট হাতে রান পাননি। ইন্দোরে দ্বিতীয় ম্যাচেও ০ রানেই আউট হলেন। ব্যাটার রোহিত যতই ব্যর্থ হন। কিন্তু অধিনায়ক হিসাবে সফল রোহিত। অধিনায়ক রোহিতের প্রত্যাবর্তন হল সিরিজ জয় দিয়ে। সেই সঙ্গে আরও একটি রেকর্ড গড়ে ফেললেন হিটম্যান।

এক বছরের বেশি সময় পর আন্তর্জাতিক টি২০-তে প্রত্যাবর্তন করে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন হিটম্যান। রবিবার ইন্দোরে আফগানিস্তা‌নের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচ জিতে একদিকে যেমন সিরিজ জিতে নিল ভারত, তেমনই রোহিতও রেকর্ড বুকে নি্জের নাম তুলে রাখলেন। রোহিত রবিবার ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গেই টপকে গেলেন বিরাট কোহলিকেও।

এতদিন পর্যন্ত ভারত অধিনায়ক হিসাবে টি২০ আন্তর্জাতিক সিরিজ জয়ের নিরিখে কোহলি ও রোহিত ছিলেন যুগ্মভাবে শীর্ষে। দুই জনেই অধিনায়ক হিসাবে ভারতকে ১১বার টি২০ সিরিজ জিতিয়েছিলেন, তবে রবিবার জয়ের পর এককভাবে শীর্ষস্থানে বসলেন রোহিত। তাঁর সিরিজ জয়ের সংখ্যা হল ১২। ধোনির সিরিজ জয়ের সংখ্যা ৮।
মোহালিতে শুভমান গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়েছিলেন। কিন্তু ইন্দোরে বড্ড তাড়াহুড়ো করে ফেলেন। ইন্দোরে বেশ কিছু ডেলিভারি নীচু হয়ে আসছিল। ভারত অধিনায়ক সেট হওয়ার সময় নেননি। প্রথম বল থেকেই শট খেলার পরিকল্পনা ছিল। তার ফলেই পড়লেন বিপদ। তাঁর ফেস করা প্রথম বলেই ক্লিন বোল্ড।১৪২ ইনিংসে এই নিয়ে ১২ বার শূন্য-তে ফিরলেন রোহিত শর্মা।

রেকর্ড গড়েলন রোহিত শর্মা। রোতিহ শর্মাই প্রথম ক্রিকেটার যিনি ১৫০টি টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেললেন। রবিবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে এই বিরল রেকর্ডের অধিকারী হলেন রোহিত। ১৪৯টি ম্যাচ খেলা রোহিত ইতিমধ্যেই শীর্ষেই ছিলেন। এবার ১৫০টি টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলার বিরল রেকর্ডের মালিক হলেন রোহিত।
অন্যদিকে ধোনির অধিনায়ক হিসাবে ধোনি ৪২টি টি২০ ম্যাচে ভারতকে জিতিয়েছেন‌।ইতিমধ্যেই রোহিতের নেতৃত্বে ভারতের টি২০ ম্যাচ জয়ের সংখ্যা ৪১। শেষ ম্যাচে রোহিত দলকে জেতালে এই রেকর্ডও স্পর্শ করবেন হিটম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *