বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

সামনেই লোকসভা নির্বাচন! বিধানসভার পর ফের একবার বাংলাই পাখির চোখ মোদী-শাহের। আর সে লক্ষ্য নিয়েই বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফেব্রুয়ারির মাসের প্রথম সপ্তাহেই ব্রিগেড সমাবেশ করতে পারে বঙ্গ বিজেপি নেতৃত্ব।

সে লক্ষ্যেই চলছে প্রস্তুতি। আর সেখানে প্রধান বক্তা হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PmModi) চায় বিজেপি (Bengal BJP)। গত ডিসেম্বর মাসে লক্ষ কন্ঠে গীতাপাঠ অনুষ্ঠান হয়েছে। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল নরেন্দ্র মোদীকে। আসবেন কথাও দিয়েছিলেন।

কিন্তু শেষ পর্যায়ে বাতিল হয় প্রধানমন্ত্রীর কলকাতা সফর। আর তাই আগামী মাস অরথাত ফেব্রুয়ারিতেই ব্রিগেডের মঞ্চে মোদীকে চান বঙ্গ বিজেপি নেতারা। আর সেই সভা থেকেই আনুষ্ঠানিকভাবে বাংলায় লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) ঢাকে কাঠি পড়ে যাবে বলে মনে করছে রাজনৈতিকমহল। তবে

এই বিষয়ে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই বিষয়ে এখনও চূড়ান্ত কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি। সবটাই পরিকল্পনাস্তরে রয়েছে বলে জানান বিজেপির অন্যতম সহ-সভাপতি। এরপর প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হবে বলে বিজেপি সুত্রে খবর।

বঙ্গ বিজেপির একাংশের মতে, ভোটের (Lok Sabha Election 2024)বাকি আর কয়েকমাস। সামনেই রামমন্দিরের উদ্বোধন। ইতিমধ্যে বাড়ি বাড়ি মন্দিরের জন্যে আমন্তণপত্র এবং চাল পৌঁছে দিচ্ছেন বিজেপি -নেতা কর্মীরা। বিষয়টি নিয়ে জথেষ্ট উৎসাহী কর্মীরা। ভোটের আগে কলকাতায় ব্রিগেডে যদি প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন তাতে কর্মীরা আরও বেশি করে উৎসাহ পাবে বলেই মনে করা হচ্ছে।

বাংলা ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) ইতিমধ্যে রণকৌশল সাজিয়ে ফেলেছে বিজেপি। আগামী মাস অরথাত ফেব্রুয়ারির প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই দেশের সব রাজ্যে একবার করে সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর নির্ঘন্ট তইরি হবে।
সেই মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য কেন্দ্রিয় নেতা-মন্ত্রীরাও ময়দানে নেমে পড়বেন। বিভিন্ন রাজ্যে প্রচার-সভা করবেন। সেই মতো বাংলাতেও আসবেন তাঁরা। বলে রাখা প্র্যজন, এবার বাংলা থেকে ৩৫ টি আসনের টার্গেট সুকান্ত-শুভেন্দুকে দিয়ে গিয়েছেন শাহ।

আর সে লক্ষ্যে পৌছতে ইতিমধ্যে ঝাঁপিয়ে পড়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। বিভিন্ন জেলায় সাংগঠনিক বৈঠক করছেন শুভেন্দু-সুকান্তরা। এই অবস্থায় ব্রিগেড হলে মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দেন সেদিকেই নজর সবার থাকবে বলে মনে করা হচ্ছে। এমনকি সে মতো পরিকল্পনাও তইরি করা হবে বলেও খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *